বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

'দ্য নোটবুক' অভিনেত্রী জেনা রোল্যান্ডস মারা গেছেন

বিনোদন ডেস্ক
  ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
'দ্য নোটবুক' অভিনেত্রী জেনা রোল্যান্ডস মারা গেছেন
'দ্য নোটবুক' অভিনেত্রী জেনা রোল্যান্ডস মারা গেছেন

অভিনেত্রী জেনা রোল্যান্ডস মারা গেছে। নোটবুক'এ অভিনয়ের জন্য তিনি ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। গত বুধবার ক্যালিফোর্নিয়ার নিজ বাড়িতে তিনি মৃতু্যবরণ করেন। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। রোল্যান্ডসের স্বামী রবার্ট ফরেস্ট ও কন্যা আলেকজান্দ্রা ক্যাসাভেটস উভয়ই তার মৃতু্যর সময় তার পাশে ছিলেন। অভিনেত্রীর ছেলে নোটবুক পরিচালক নিক ক্যাসাভেটস গেল সপ্তাহ ধরে তার মায়ের

বাড়িতেই অবস্থান করছিলেন

1

বলে জানা গেছে।

বর্ষিয়ান অভিনেত্রী জেনা রোল্যান্ডসের মৃতু্যর কারণ

এখনো জানা যায়নি। তবে তিনি দীর্ঘদিন ধরে আলঝেইমার

রোগে ভুগছিলেন বলে

\হজানা যায়। অভিনেত্রী জেনা রোল্যান্ডস ২০১৫ সালে

হলিউড সিনেমা থেকে অবসর নেন। তবে এর আগে তিনি

চারটি এমি পুরস্কার, দুটি

গোল্ডেন গেস্নাব অর্জন

করেন এবং দুইবার

\হঅস্কারে মনোনীত

হয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে