রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বন্যার্তদের পাশে শিল্পী সমিতি ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা

বিনোদন রিপোর্ট
  ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
বন্যার্তদের পাশে শিল্পী সমিতি ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা
বন্যার্তদের পাশে শিল্পী সমিতি ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা

এবার উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে সহায়তা করতে এগিয়ে আসছে ইনডিপেনডেন্ট ফিল্ম মেকারস কমিউনিটি। তাদের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে ১৫টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হবে। ৩০ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে চার ঘণ্টাব্যাপী চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে। সিনেমা প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। সিনেমাগুলোর প্রদর্শনী হবে চারটি ধাপে। প্রথম সেশনে দেখানো হবে ছয়টি চলচ্চিত্র। এগুলোর মধ্যে এ কে এম জাকারিয়ার পরিচালনায় 'ইতি সালমা', ইভান মনোয়ার পরিচালিত 'দ্য সাউন্ড ইজ লাউড', ফুয়াদ নাসেরের 'হাওয়ার টানে', গোলাম রাব্বানীর 'আনটাং', মাশরুর পারভেজের 'ইউর আইস' ও কামরুল আহসানের সিনেমা 'ঘরে ফেরা'।

দ্বিতীয় সেশনে থাকবে চারটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার প্রদর্শনী। সিনেমাগুলো হলো 'লাইক অ্যা মুভি', 'রোকাইয়া', 'ছাড়পত্র' ও 'ওমর ফারুকের মা'।

সিনেমাগুলো যথাক্রমে পরিচালনা করেছেন চৈতালি সমাদ্দার, আরিফুর রহমান, অপরাজিতা সংগীতা ও জাহিদুর রহমান। এ ছাড়া তৃতীয় সেশনে দেখানো হবে তিনটি সিনেমা। এর মধ্যে লিটন কর পরিচালনা করেছেন 'আই সি ইউ', রাকায়েত রাব্বী 'হাওয়াই মিঠাই', এন রাশেদ চৌধুরীর পরিচালনায় এ পর্বের শেষ সিনেমা 'বিস্মরণের নদী'।

টানা চার ঘণ্টা ধরে চলবে এই চলচ্চিত্র প্রদর্শনী। চলচ্চিত্র দেখে যে কেউ সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন। সেই অর্থ চলে যাবে বন্যার্ত ব্যক্তিদের সহায়তায়। চতুর্থ ও শেষ পর্বে দেখানো হবে দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এগুলো হলো আমিনুর রহমানের 'কমলাপুরাণ' ও মোলস্না সাগর পরিচালিত সিনেমা 'সাইরেন'। আয়োজকেরা জানিয়েছেন, বিশেষ কারণে সূচি পরিবর্তন হতে পারে।

আনটাং সিনেমার নির্মাতা গোলাম রাব্বানী বলেন, 'এটা কোনো উৎসব নয়। আমরা সবাই এক হয়েছি বন্যার্তদের জন্য কিছু করার লক্ষ্যে। যারা সিনেমা দেখতে আসবেন তাদের প্রতি আহ্বান থাকবে, যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে বন্যার্তদের পাশে এগিয়ে আসবেন।'

সর্বস্তরের মানুষের মধ্যে শোবিজ ইন্ডাস্ট্রির মানুষও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। কেউ সংগ্রহ করছেন ত্রাণ, সশরীরে কেউ হাজির হয়েছেন বন্যাকবলিত এলাকাগুলোতে, কেউ বা তৈরি করেছেন গান, আবার কেউ কনসার্টের মাধ্যমে সংগ্রহ করছেন তহবিল। এবার এগিয়ে এসেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বন্যার্তদের সহায়তার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ করছে তারা।

বন্যার্তদের সহায়তায় তহবিল সংগ্রহে নেমেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। 'মানুষ মানুষের জন্য' ব্যানারে গত সোমবার থেকে সমিতির অফিসে শুরু হয়েছে চলচ্চিত্রের শিল্পীদের এই কার্যক্রম। যে কেউ চাইলে তার সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ বা যেকোনো ধরনের সহযোগিতা দিয়ে অংশ নিতে পারবেন। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর গণমাধ্যমকে বলেন, আমি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে এসেছি। আশা করছি, সামনের মাসের শুরুতেই দেশে ফিরতে পারব। শিল্পী সমিতির পক্ষ থেকে সর্বোচ্চ সাধ্য নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াব আমরা। সেরকম একটা ব্যবস্থা করছি। শিল্পী ও প্রযোজকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, আমাদের পাশে থাকবেন। আমাদের শিল্পীরা এরই মধ্যে নিজ উদ্যোগে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন। তাদের অনেকের সঙ্গে কথা হচ্ছে।

সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বলেন, 'দেশের যেকোনো প্রতিকূল সময়ে শিল্পী সমিতি মানুষের সঙ্গে ছিল। সেই প্রচেষ্টা থেকে এবারও এগিয়ে আসা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকে আহত হয়েছেন। একই সময়ে বন্যার কারণে দেশের অনেক মানুষ দুর্বিষহ জীবন যাপন করছেন। তাদের জন্যই আমাদের উদ্যোগ মানুষ মানুষের জন্য। যে যার সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করবেন।'

সমিতির সহসভাপতি ডিএ তায়েব বলেন, 'যেকোনো দুর্যোগে শিল্পীরা সব সময় এগিয়ে আসে। এবারও অনেকেই ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছে। সমষ্টিগতভাবে সহযোগিতার উদ্দেশে আমাদের এই উদ্যোগ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বন্যাদুর্গত এলাকায় অনেকেই বাড়ি ছাড়া হয়েছেন, অনেকে না খেয়ে দিন কাটাচ্ছেন। তাদের পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ।'

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ভালো নেই দেশের প্রায় অর্ধকোটি মানুষ। পানিবন্দি বন্যার্ত মানুষের পাশে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে