সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

নগ্নদেহ প্রদর্শন করা অভিনেত্রীর সাহসিকতা নয়:কেট উইন্সলেট

বিনোদন ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নগ্নদেহ প্রদর্শন করা অভিনেত্রীর সাহসিকতা নয়:কেট উইন্সলেট
কেট উইন্সলেট

'টাইটানিক'খ্যাত হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। এ অভিনেত্রী সম্প্রতি অভিনয় করেছেন লি মিলারের চরিত্রে। 'লি' একজন আলোকচিত্রী এবং কাজ করেছেন যুদ্ধের সময়। পাশাপাশি তিনি ছিলেন উচ্চকিত এক কণ্ঠস্বর। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানান, নগ্নদেহ প্রদর্শন করা অভিনেত্রীর সাহসিকতা নয়। মেকআপ ছাড়া ক্যামেরার সামনে দাঁড়ানোও সাহসিকতা নয়। অভিনেত্রীর কাজ অভিনয়ের মাধ্যমে চরিত্রকে ফুটিয়ে তোলা। এদিকে টাইম ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে কেট বলেন, 'আমি শুটিংয়ে একটা বেঞ্চে বসেছিলাম। এ শটের সময় ক্রুদের একজন এসে আমাকে বলেছিল সোজা হয়ে বসলে আমার শরীর আরও আকর্ষণীয় দেখাবে।' নিজের মেকআপ বা ইফেক্ট দিয়ে নিজের চেহারা লুকানো প্রসঙ্গে কেট বলেন, 'এটা স্বাভাবিক। অনেকে রিঙ্কেল নিয়ে কথা বলে কিন্তু আমি যে রকম, সেরকমই নিজেকে প্রকাশ করতে পছন্দ করি। এতে সাহসিকতার কিছু নেই। আবার আপত্তিরও কিছু নেই। একটা করে বছর পার হলে আমি নিজেকে নিয়ে আরো সাবলীল বোধ করি।' সিনেমায় চরিত্রকে ফুটিয়ে তোলার ব্যাপারে অভিনেত্রীর ভাষ্য, 'ক্যামেরায় কেমন দেখা গেল, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ চরিত্রটিকে ফুটিয়ে তোলা। কাজটা মেকআপ বা নো মেকআপ দিয়ে করা যায় না। অভিনয় দিয়েই করতে হয়। তাই অন্যান্য বিষয়ের দিকে নজর না দিয়ে অভিনয়েই মনোযোগ দেওয়া উচিত।' উলেস্নখ্য, কেট উইন্সলেটকে সর্বশেষ দেখা গেছে ২০২২ সালে জেমস ক্যামেরনের অ্যাভাটারের দ্বিতীয় কিস্তিতে। সামনে 'লি' চলচ্চিত্র দিয়ে তিনি ফিরছেন পর্দায়। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৭ সেপ্টেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে