শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
সা ক্ষা ৎ কা র

সবই আলস্নাহর ইচ্ছায় হয়

বর্তমান সময়ে আলোচিত অভিনেতা আফরান নিশো। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ে দর্শকদের নজর কাড়েন তিনি। দীর্ঘদিন নাটকে পর্দা মাতানোর পর সেই গন্ডি পেরিয়ে প্রথমবার রায়হান রাফী নির্মিত 'সুড়ঙ্গ' সিনেমায় অভিনয় করে রীতিমতো তাক লাগিয়ে দেন তিনি। সম্প্রতি এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিশোর সঙ্গে তার অভিনয় ও কাজ নিয়ে কথা বলেছেন মাসুম বিলস্নাহ্‌ রাকিব।
মাসুম বিলস্নাহ্‌ রাকিব
  ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
সবই আলস্নাহর ইচ্ছায় হয়
সবই আলস্নাহর ইচ্ছায় হয়

সামনে কী কাজ নিয়ে ফিরছেন?

সামনে অনেক ভালো কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হব। সিনেমা, ওটিটিতে কাজ করার জন্য নতুন পস্ন্যান হচ্ছে। তাই নাটকের কাজ আপাতত কম করছি। 'সুড়ঙ্গ' সিনেমার পর আসলে ওইভাবে আর কোনো কনটেন্টে কাজ করিনি। যদিও অনেকেই বলেছে সময়টা একটু বেশিই নিয়ে ফেলেছি। কিন্তু আমার কাছে সময় নেওয়া, না নেওয়া কোনো বিষয়ই নয়। সবই আলস্নাহর ইচ্ছায় হয়। তিনি যখন দিকনির্দেশনা দেন তখনই আসলে সেটা ঘটে। আমি সব সময় পজিটিভ থাকি।

শোনা যাচ্ছে দাগী সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন- এ ব্যাপারে একটু বলুন?

আসলে সোশ্যাল মিডিয়াতে এ রকম অনেক নাম, পোস্টার আমি দেখতে পাচ্ছি। আমি জানি না এসব কোথা থেকে আসে। তবে যা ঘটে বা রটে কিছু তো বটে; এরকম তো হয়ই। আমি আগেও বলেছি, তিনটি সিনেমার পস্ন্যানিং চলছে। এগুলো একের পর এক আমার টিম দায়িত্ব নিয়ে সবাইকে জানিয়ে দেবে। আমি প্রথম তিনটি সিনেমা নিয়ে একটু বেশি চিন্তা-ভাবনা করে কাজ করব। তাই একটু বেশিই সময় নিচ্ছি।

বড় পর্দায় স্থায়ী হয়ে কাজ করার ইচ্ছে আছে কী?

এটা তো বলা যায় না। আমি যখন মডেলিং করেছি, তখন ভাবিনি যে আমি নাটকে কাজ করব। ভেবেছিলাম মডেলই হব। নাটক শুরু করার পর যখন দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাই, তখনো ভাবিনি আমি অভিনেতা হব। পরে কাজ করতে গিয়ে যখন ইচ্ছা তৈরি হয়, তার পাশাপাশি যখন প্রফেশনালি কাজটা করতে পারছি, তখনই প্রপারলি অভিনয়টা শুরু করি। আমার কাছে ছোট-বড় পর্দা বলতে কিছু নেই। আমার কাছে মনে হয় একটা গল্পে অভিনেতা অভিনয় করবে এটাই তার কাজ। অনেকদিন নাটকে কাজ করেছি তারপর ওটিটিতে, এখন সিনেমায় কাজ করছি।

সিনেমা নিয়ে আপনার পরিকল্পনা কী?

সিনেমা নিয়ে এখন আমার জার্নি। আমার খুব ইচ্ছা যে, প্রতিবছরই বেশ কিছু সিনেমা নিয়ে আসব আমি। আমার সঙ্গে যেসব পরিচালক-প্রযোজকের সম্পর্ক ভালো তারাও কিন্তু এটা চান। তবে শুধু সিনেমা নয়, যে কোনো ভালো গল্পের কাজের পাশাপাশি ভালো পারফর্ম করতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে