মির্জা সাখাওয়াৎ হোসেনের 'হৈমন্তীর ইতিকথা' চলচ্চিত্রটি ১৮ অক্টোবর দেশের বেশ কয়েকটি সিনেপেস্নক্সে মুক্তি পায়। বর্তমানে সিনেমাটি বসুন্ধরা সিটির স্টার সিনেপেস্নক্স ও যমুনা ফিউচার পার্ক বস্নকবাস্টার সিনেমায় টানা তিন সপ্তাহ ধরে চলছে। রবীন্দ্রনাথের ছোটগল্প 'হৈমন্তী' অবলম্বনে এই সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা ঐশিকা ঐশি। অপু চরিত্র করেছেন চিত্রনায়ক সাইফ খান।