রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

এক্সিলারেট এনার্জির উইকেন্ড ফিল্ম চ্যালেঞ্জ পুরস্কার লাভ করল যারা

বিনোদন রিপোর্ট
  ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
এক্সিলারেট এনার্জির উইকেন্ড ফিল্ম চ্যালেঞ্জ পুরস্কার লাভ করল যারা
এক্সিলারেট এনার্জির উইকেন্ড ফিল্ম চ্যালেঞ্জ পুরস্কার লাভ করল যারা

প্রথমবারের মতো উইকেন্ড শর্টফিল্ম চ্যালেঞ্জ, দোহা, কাতারভিত্তিক কমিউনিটি সার্ভিস সংগঠন শর্ট ফিল্ম ল্যাব (এসএফএল) কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা ২৬ অক্টোবর রাজধানীর ইএমকে সেন্টারে চূড়ান্ত প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়। এই প্রতিযোগিতাটির স্পন্সর ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক এলএনজি কোম্পানি এক্সিলারেট এনার্জি। এখানে স্থানীয় দলগুলো মাত্র ৪৮ ঘণ্টায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করে। প্রতিটি দল জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে ডিজিটাল গল্প তৈরি করেছে, যা অনন্য ও আবেগপূর্ণ দৃষ্টিভঙ্গি সামনে নিয়ে এসেছে।

ড. মোহনালক্ষ্ণী রাজাকুমার এসএফএলের প্রতিষ্ঠাতা এবং সৃজনশীল পরিচালক এবং দোহায় এসএফএল পরামর্শদাতা প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থী কাতারের শিক্ষার্থী ইলা রিডল এবং সারা ঈসার নেতৃত্বে এই পুরো অভিজ্ঞতা বাস্তবায়িত হয়েছে। এক্সিলারেট এনার্জির কান্ট্রি ম্যানেজার হাবিব ভূইয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজনটি হয়েছে বাংলাদেশের এলএনজি সরবরাহকারী এক্সেলারেট এনার্জির সহযোগিতায়।

১৫টি সম্পন্ন চলচ্চিত্র ইএমকে সেন্টারে প্রদর্শিত হয়, যেখানে পাঁচটি পুরস্কার এবং একটি সম্মানিত উলেস্নখের মাধ্যমে উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা এবং সৃজনশীলতার স্বীকৃতি দেওয়া হয়। প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা সাদিয়া খালিদ রীতি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।

শীর্ষ ৬টি চলচ্চিত্রের মধ্যে ছিল 'দ্য শেপার্স' দলের মাহি নূরের নেতৃত্বে 'ক্লাইমেট ডার্কনেস' সেরা কমেডির পুরস্কার লাভ করে।

'থিঙ্ক ট্যাঙ্কার্স' দলের শাহ নেওয়াজ খান সিজুর নেতৃত্বে 'ক্লাইমেট রিফিউজিস অব বাংলাদেশ' সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার লাভ করে।

'চলচ্চিত্র' দলের 'পোয়েট্রি অব ডিসটোপিয়া' সেরা নাটকের পুরস্কার লাভ করে। 'বিভিএফ ফিল্মস' দলের মোহাম্মদ মাহমুদুল হাসান গালিবের নেতৃত্বে 'ওয়েভস অব ওয়েস্ট' সেরা সম্পাদনার পুরস্কার অর্জন করে।

'বস্নারি লেন্স অব চাওস' দলের 'এয়ারবর্ন অ্যাবিস' সেরা মৌলিক চিত্রনাট্যের

পুরস্কার পেয়েছে। এছাড়া বিশেষ সম্মানিত পুরস্কার লাভ করে 'দ্য কিউইস'

দলের 'হিউজ অব টুমরো'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে