রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ইমরানের 'কথা একটাই'

বিনোদন রিপোর্ট
  ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
ইমরানের 'কথা একটাই'

সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল। নাটকের গানে ব্যস্ত সময় পার করছেন তিনি। এছাড়া নিজের মৌলিক গান প্রকাশ করছেন নিয়মিত। তারই ধারাবাহিকতায় নতুন আরও একটি গানে কণ্ঠ দিলেন। 'কথা একটাই' শিরোনামের এ গানটিতে ইমরানের সঙ্গে গেয়েছেন পড়শী। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন ইমরান। ইতোমধ্যে গানটির রেকর্ডিং শেষে ঢাকার অদূরে পানাম সিটি, বিএফডিসি এবং রাজধানীর বিভিন্ন জায়গায় গানটির ভিডিওর শুটিং সম্পন্ন হয়। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গান প্রসঙ্গে ইমরান বলেন, 'রেকর্ডিং শেষ করে মিউজিক ভিডিও নির্মাণের কাজও শেষ প্রায়। আমার এবং পড়শীর গানের প্রতি শ্রোতাদের আলাদা আগ্রহও আছে। সে আগ্রহের কথা বিবেচনা করেই নতুন গানটি তৈরি করেছি। আশা করি গানটি সবার ভালো লাগবে।' গানটি শিগগির একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানান ইমরান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে