বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

এক সিনেমায় আসছেন তিন খান

এই তিন মহাতারকাকে একফ্রেমে দেখার স্বপ্ন গত কয়েক দশক ধরেই পুষে আসছেন অনুরাগীরা। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি কখনও। কিন্তু হঠাৎ করেই আমির খানের মুখে শোনা গেল আশার বাণী! তবে কি সিনেমাপ্রেমীদের সেই স্বপ্ন সত্যি হওয়ার পালা?
বিনোদন ডেস্ক
  ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
এক সিনেমায় আসছেন তিন খান
এক সিনেমায় আসছেন তিন খান

বলিউডের তিন স্তম্ভ তিন খান। শাহরুখ, সালমান ও আমির, এই তিন খানকেই বলা হয় বলিউড নামক পর্বতের তিন চূড়া। গত তিন দশকের বেশি সময় ধরে এই তিনজনই শাসন করছেন বলিউড সাম্রাজ্য। প্রথমজন 'বাদশাহ', দ্বিতীয়জন 'ভাইজান' আর তৃতীয়জন 'মি.পারফেকশনিস্ট' তকমা কুড়িয়েছেন সিনেপ্রেমীদের কাছ থেকে।

চলতি বছর মুকেশ আম্বানির ছেলের বিয়েতে মঞ্চে একসঙ্গে দেখা গেছে বলিউডের তিন মহারথীকে। এবার সিনেমার পর্দায়ও আসতে চলেছেন তিন খান! যদি তাই হয় তবে ভারতীয় সিনেমার ইতিহাসে এটিই হবে সবচেয়ে আলোচিত ফ্রেম।

এই তিন মহাতারকাকে একফ্রেমে দেখার স্বপ্ন গত কয়েক দশক ধরেই পুষে আসছেন অনুরাগীরা। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি কখনও। কিন্তু হঠাৎ করেই আমির খানের মুখে শোনা গেল আশার বাণী! তবে কি সিনেমাপ্রেমীদের সেই স্বপ্ন সত্যি হওয়ার পালা?

সম্প্রতি আমির খান জানিয়েছেন, তারা তিনজন একসঙ্গে কাজ করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন। অপেক্ষা চলছে কেবল জুতসই একটা চিত্রনাট্যের। তেমন কোনো গল্প পেলেই একসঙ্গে কাজ করবেন তারা।

প্রায় ছয় মাস আগে তাদের সঙ্গে তিনি একটি সিনেমা করার বিষয়ে আলোচনাও করেছিলেন। বিষয়টির কথা স্মরণ করে আমির বলেন, প্রায় ছয় মাস আগে শাহরুখ, সালমান ও আমি বিষয়টি নিয়ে কথা বলেছি। আসলে আমিই প্রস্তাবটি দিয়েছিলাম। শাহরুখ ও সালমানকে বলেছিলাম যে আমরা তিনজন যদি একসঙ্গে একটি সিনেমা না করি, তাহলে সেটা দুঃখজনক হবে।

আমিরের মতে, অন্য দুজন প্রস্তাবের প্রতি ইতিবাচক ছিলেন। তিনি বলেন, আমার মনে হয় সালমান ও শাহরুখও সমানভাবে একমত। তারাও জানিয়েছিল আমাদের তিনজনকে একসঙ্গে কাজ করা উচিত। তাই আশা করছি শিগগিরই এটা হবে।

গল্পের দিকে জোর আরোপ করে আমির খান বলেন, এর জন্য সঠিক গল্পের প্রয়োজন, তাই আমাদের সঠিক চিত্রনাট্যের জন্য অপেক্ষা করতে হবে, তবে আমরা তিনজনই এটি নিয়ে উচ্ছ্বসিত।

এর আগেও শাহরুখ ও সালমানের সঙ্গে কাজ করার বিষয়ে কথা বলেছেন আমির। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের একটি পর্বে একজন দর্শকের প্রশ্নের উত্তরে আমির খান জানিয়েছিলেন, তিনি নিজেও বলিউডের তিন খানকে একসঙ্গে একটি সিনেমায় দেখতে চান।

আমির বলেন, আপনার ও আমার চিন্তাভাবনা একেবারে একই রকম। আমি সম্প্রতি শাহরুখ ও সালমানের সঙ্গে দেখা করেছি এবং তাদের বলেছি। যদি আমাদের ক্যারিয়ারের এ পর্যায়ে একসঙ্গে একটি সিনেমা না করি, তাহলে তা দর্শকের জন্য যথেষ্ট অন্যায় হবে।

গত বছর 'পাঠান' ছবিতে একসঙ্গে শাহরুখ ও সালমনকে দেখা গিয়েছিল। সেখানে দু'জনের একটি দৃশ্য দেখে নাকি হাসি পেয়েছিল আমিরের। আমির খান বলেছেন, তিনি নাকি এখনও 'পাঠান' দেখেই উঠতে পারেননি। কিন্তু ছবির এই নির্দিষ্ট দৃশ্য দেখে নাকি খুব হাসি পেয়েছিল তার। আমির বলেছেন, 'এই দৃশ্য দেখে আমার খুব মজার লেগেছিল। ছবিটা আমি দেখিনি। কিন্তু এই দৃশ্যটা দেখেছিলাম।. শাহরুখ ও সালমনের কথা বলতে বলতে হাসিতে ফেটে পড়েন আমির। তিনি আরও বলেন, 'অল্পবয়সি অভিনেতারা নিশ্চয়ই খুব ভেঙে পড়েছেন। কিন্তু শাহরুখ ও সালমনকে দেখে মনমরা হয়ে থাকাও যায় না। কী আর বলব!' আমিরকে শেষ দেখা গিয়েছে 'লাল সিংহ চড্ডা' ছবিতে। বর্তমানে তিনি 'সিতারে জমিন পর' ছবি নিয়ে ব্যস্ত।

এদিকে কঠিন সময় পার করছেন সালমান খান। বাবা সিদ্দিকীর মৃতু্যর পর একের পর এক প্রাণনাশের হুমকি। কখনো ফোনে, কখনো চিঠিতে, আবার কখনো সরাসরি শুটিং ফ্লোরে ঢুকে হুমকি। লরেন্স বিষ্ণোই দলের নিশানায় অভিনেতা। সালমানের চারপাশে এখন ২৪ ঘণ্টাই কড়া নিরাপত্তা। সবমিলিয়ে এক ধরনের আতঙ্কেই দিন কাটছে বলিউড ভাইজানের।

এসবের মাঝেই হঠাৎ করে বাবা সিদ্দিকীর ছেলের সঙ্গে মুম্বাই ছাড়লেন ভাইজান। শুক্রবার মুম্বাই বিমানবন্দরে দেখা যায় সালমানকে। সঙ্গে বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকী। ছিলেন সালমানের দেহরক্ষী শেরাও। তা কোথায় গেলেন অভিনেতা? বিমানবন্দরে পাপারাজ্জিরা সালমানের ছবি তুললেও তিনি কোথায় যাচ্ছেন, তা ফাঁস করেননি। হঠাৎ শহর ছাড়ার কারণে এই সপ্তাহান্তে 'বিগ বস'-এর 'উইকেন্ড কা ওয়ার'-এও থাকবেন না সালমান। তার পরিবর্তে সঞ্চালনা করবেন কোরিওগ্রাফার ফারাহ খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে