নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানা। বর্তমানে ঠিকানার অনলাইন ভার্সন ও ডিজিটাল পস্ন্যাটফর্মও বেশ জনপ্রিয়। এবার ঠিকানায় যোগ দিলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে নিজেকে মেলে ধরবেন তিনি। ঠিকানার ডিজিটাল পস্নাটফর্মে বিনোদন মূলত একটি টকশো উপস্থাপনা করবেন 'অন্তর জ্বালা'খ্যাত এ নায়ক।
নিউ ইয়র্ক থেকে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, প্রথম কোনো কিছু সব সময়ই স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরব অনুষ্ঠানটির মাধ্যমে। ২০০৬ সালে ভালোবাসা ভালোবাসা সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন জায়েদ খান। প্রেম করব তোমার সাথে, নগর মাস্তান, ভালোবাসা সীমাহীন, অন্তর জ্বালা, সোনার চরসহ বহু সিনেমায় দেখা গেছে তাকে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে বিশেষভাবে আলোচনায় আসেন জায়েদ খান।
এরপর নানা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন এই নায়ক।