শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

অস্কার দৌড়ে গোল্ডেন গেস্নাব অ্যাওয়ার্ডস

বিনোদন ডেস্ক
  ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
অস্কার দৌড়ে গোল্ডেন গেস্নাব অ্যাওয়ার্ডস
অস্কার দৌড়ে গোল্ডেন গেস্নাব অ্যাওয়ার্ডস

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে অনুষ্ঠিত হবে 'গোল্ডেন গেস্নাব অ্যাওয়ার্ডসে'র ৮২তম আসর। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৫ জানুয়ারি (বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল ৭টা) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটন হোটেলে জমকালো আয়োজনে গোল্ডেন গেস্নাব অ্যাওয়ার্ডস প্রদান করা হবে, যা অস্কার দৌড়ে প্রভাব ফেলতে পারে এই গোল্ডেন গেস্নাবসের মনোনয়ন।

৯ ডিসেম্বর এ আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করেছে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এইচএফপিএ)। ২৭টি বিভাগে মনোনীতদের নাম ঘোষণা করেন ভারতীয় বাঙালি বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী মিন্ডি ক্যালিং ও আমেরিকান কৃষ্ণাঙ্গ অভিনেতা মরিস চেস্টনাট।

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান ও বিভিন্ন দেশের সিনেমা ও টেলিভিশন অঙ্গনের সেরা কাজগুলোকে পুরস্কৃত করা হবে এবারের আসরে। এবার সর্বাধিক ১০টি শাখায় মনোনীত হয়েছে ফ্রান্সের জ্যাক অডিয়ার পরিচালিত সঙ্গীতনির্ভর থ্রিলার 'এমিলিয়া পেরেস'। দ্বিতীয় সর্বোচ্চ সাতটি মনোনয়ন পেয়েছে যুক্তরাষ্ট্রের ব্র্যাডি কোর্বেট পরিচালিত 'দ্য ব্রম্নটালিস্ট'। সঙ্গীতনির্ভর থ্রিলার 'এমিলিয়া পেরেস' ও দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পটভূমিতে নির্মিত 'দ্য ব্রম্নটালিস্ট' ৮২তম গোল্ডেন গেস্নাব অ্যাওয়ার্ডসে মনোনীত চলচ্চিত্রের তালিকায় শীর্ষ দুটি অবস্থানে রয়েছে। এবারের আসরের সর্বোচ্চ পুরস্কার সেরা চলচ্চিত্র (ড্রামা) বিভাগে লড়বে এগুলো।

ছয়টি বিভাগে মনোনীত হয়েছে এডওয়ার্ড বার্গার পরিচালিত 'কনক্লেভ'। পাঁচটি করে মনোনয়ন পেয়েছে যুক্তরাষ্ট্রের শন বেকার পরিচালিত 'আনোরা' ও ফ্রান্সের কোরালি ফারজাঁ পরিচালিত 'দ্য সাবস্ট্যান্স'। এছাড়া ৪টি করে মনোনয়ন পেয়েছে 'উইকেড', 'অ্যা রিয়েল পেইন', 'চ্যালেঞ্জার্স' ও 'দ্য ওয়াইল্ড রোবট'। গোল্ডেন গেস্নাবসে গতবার থেকে প্রতিটি বিভাগে পাঁচটির পরিবর্তে মনোনীতদের সংখ্যা বাড়িয়ে ছয়টি করা হয়েছে।

এছাড়া গত আসরে চালু হওয়া নতুন দুই বিভাগ 'সিনেমাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট' ও 'সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ান' এবারও রাখা হয়েছে। ১৯৪৪ সাল থেকে আমেরিকাসহ বিভিন্ন দেশের সিনেমা ও টেলিভিশন অঙ্গনের সেরা কাজগুলোকে গোল্ডেন গেস্নাব অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে। অনুষ্ঠানটির বর্তমান স্বত্বাধিকারী ও প্রযোজক ডিক ক্লার্ক প্রোডাকশন্স। এবারের আসর সঞ্চালনা করবেন আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গেস্নজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে