শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

'পুষ্পা ২' শো শেষে সিনেমা হল থেকে মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
  ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
'পুষ্পা ২' শো শেষে সিনেমা হল থেকে মরদেহ উদ্ধার

'পুষ্পা-২'র প্রিমিয়ারের দিন আলস্নু অর্জুনকে দেখতে গিয়ে নারীর মৃতু্য হয়েছিল। এবার সিনেমার শো শেষে ৩৫ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করল পুলিশ। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রায়দুর্গম শহরের প্যালেস সিনেমা হলে ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম মদানাপ্পা। পেশায় শ্রমিক এবং উদেগোলাম গ্রামের বাসিন্দা চার মদানাপ্পা সন্তানের জনক। পুলিশ সূত্রে খবর, ম্যাটিনি শোতে 'পুষ্পা ২' সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় মদানাপ্পা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পুলিশের ডেপুটি সুপার রবি বাবু বলেন, শো শেষে সন্ধ্যা ৬টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা তাকে মৃত অবস্থায় দেখতে পান। ঠিক কখন, কীভাবে তিনি মারা গেছেন তা এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্ত শেষে বিষয়টি পরিষ্কার হবে।

মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপি তুলে নিয়েছে 'পুষ্পা ২'। প্রথমদিনই 'আরআরআর'-এর রেকর্ড হাতিয়ে নিয়েছে 'পুষ্পা ২'। এর আগ পর্যন্ত ১৩৩ কোটি তুলে ফার্স্ট ডের ওপেনিং কালেকশনের রেকর্ড নিজের করে রেখেছিল 'ত্রিপল আর'। ১৭৪ ক্রোড় আয় করে ছবিটিকে হটিয়ে দিয়েছে

আলস্নু-রাশমিকার ছবিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে