শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বাগদান সারলেন সেলেনা গোমেজ

বিনোদন ডেস্ক
  ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বাগদান সারলেন সেলেনা গোমেজ
বাগদান সারলেন সেলেনা গোমেজ

ব্যক্তিগত জীবন নিয়ে বারবার আলোচনায় এসেছেন জনপ্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী ও গায়িকা সেলেনা গোমেজ। বিশেষ করে কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। কিন্তু সে সম্পর্কও একসময় টেকেনি। ২০১৮ সালে তাদের ৬ বছরের সম্পর্কে ভাঙন ধরতেই হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সেরে নেন জাস্টিন। বিষয়টি সেলেনা যখন জানতে পারেন, তখন বেশ আঘাত পান গায়িকা। এরপর অবশ্য নিজের কাজেই মন দিতে থাকেন সেলেনা। ২০১৯ সালে সঙ্গীতশিল্পী বেনি বস্নাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ করেন গায়িকা। এরপর কেটে যায় কয়েকটি বছর। ২০২৩ সালের ডিসেম্বরে নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন তারা। বেনির সঙ্গে ৫ বছরের সম্পর্কের মধ্য দিয়ে অবশেষে পূর্ণতা পেল সেলেনার প্রেম। সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে চোখ আটকে যায় সেলেনার অনুরাগীদের। গায়িকার সেই পোস্টে দেখা যায়, সেলেনার অনামিকা আঙুলে ঝলমলিয়ে উঠেছে একটি হীরার আংটি! শুধু তা-ই নয়, দ্বিতীয় ছবিতে নিজের আংটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন গায়িকা। তৃতীয় ছবিতে হাসিতে ভরা মুখে বাগদানের আনন্দ উপভোগ করছেন। আর চতুর্থ ছবিতে বেনিকে পাশে নিয়ে গালে চুম্বনের মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন। পোস্টের ক্যাপশনে সেলেনা লিখেছেন, 'ফরএভার বিগিনস নাও।' মন্তব্যে বেনি রসিকতা করে লিখেছেন, 'ওয়েট...এটা তো আমার স্ত্রী।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে