গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিনটি ফায়ার স্টেশনের ৬ইউনিটের ২ঘন্টার চেষ্টায় দুপুর ২টা ৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ছোট-বড় ২০টির মতো ঝুট গুদাম, গুদামে থাকা মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, এই এলাকার নিকটবর্তী কোনাবাড়ী ফায়ার স্টেশনে বেলা ১১টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায়। খবর পেয়ে মাত্র ১৫ মিনিটে তারা দুইটি ইউনিট এখানে ঘটনাস্থলে আসে। ১২টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তার আগেই আগুনটা বড় আকার ধারণ করে। এখানে ছোট-বড় বিভিন্ন ধরনের অসংখ্য ঝুট গুদাম আছে, বাম পাশে সূতা তৈরীর কারখানা ও সূতার বড় একটি গুদাম রয়েছে। আশপাশে আরো ছোট-বড় গুদাম, বসত বাড়ি ও মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ছিল। আগুন এসব প্রতিষ্ঠানের দিকে ছড়িয়ে যাওয়ার মুহূর্তেই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন ঘিরে ফেলা হয়। এতে বসতবাড়িসহ অন্যান্য প্রতিষ্ঠানে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে এসব প্রতিষ্ঠান।
সারাবো মডার্ণ ফায়ার সার্ভিস দুইটি ও ভোগড়া মডার্ণ ফায়ার সার্ভিসের দুইটিসহ মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ২০টির মতো ছোট-বড় গুদাম, সূতার কারখানা ও সুতার গুদাম পুড়ে গেছে। সবশেষ দুপুর ২টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আর আগুন ছড়াবে না, আমরা এখন থেকেই পুরোপুরি কন্ট্রোল করতে পারবো।