বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

জামিন পেলেন আলস্নু অর্জুন

বিনোদন ডেস্ক
  ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
জামিন পেলেন আলস্নু অর্জুন
জামিন পেলেন আলস্নু অর্জুন

অবশেষে ভারতের দক্ষিণী অভিনেতা আলস্নু অর্জুনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন তেলেঙ্গানা হাইকোর্ট। এর আগে অভিনেতাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে হায়দরাবাদ পুলিশ। পরে আদালতে হাজির করলে বিচারক ১৪ দিনের কারাদন্ডের আদেশ দেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হাইকোর্ট বলেছেন যদিও আলস্নু অর্জুন একজন জনপ্রিয় অভিনেতা। তবে তার আগে তিনি ভারতের একজন সম্মানিত নাগরিক। নাগরিক হিসেবে জীবন ও স্বাধীনতার অধিকার রয়েছে তার। এর আগে নিম্ন আদালত আলস্নু অর্জুনের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

তবে কিছু শর্তও দেওয়া হয়েছে এ অভিনেতাকে। মামলা থেকে পুরোপুরি মুক্তি পাননি তিনি। জানা গেছে, আলস্নু অর্জুন আপাতত অন্তর্বর্তীকালীন জামিন পেলেও মামলার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে। তাই ভবিষ্যতে মামলার কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনে তাকে আবারও তলব করা হতে পারে। প্রসঙ্গত, আলস্নু অর্জুন অভিনীত 'পুষ্পা টু' এর প্রিমিয়ারে গত ৪ ডিসেম্বর অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজনের মৃতু্য হয়। তারপর বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়। এ জন্যই আলস্নুকে গ্রেপ্তার করা হয়। অনেকে বলছেন, প্রিমিয়ার শোতে আলস্নুকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে কারও মৃতু্য হলে সেটির দায় কী করে তারকার ওপর আসে? এদিকে পুলিশ বলছে, ৪ তারিখের সেই অনুষ্ঠানে আলস্নু অর্জুনের উপস্থিত হওয়ার কথা ছিল না। হঠাৎ কাউকে না জানিয়ে আসার কারণে মুহূর্তেই বিশৃঙ্খলা শুরু হয়েছিল। এ বিষয়ে হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, আগাম খবর না দিয়েই প্রিমিয়ার শোতে এসেছিলেন আলস্নু অর্জুন। ফলে প্রেক্ষাগৃহে বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছায় যে, জনতাকে নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশও। অপরদিকে মুক্তির পর থেকে এখন পর্যন্ত 'পুষ্পা টু' বিশ্বব্যাপী বক্স অফিসে বড় রেকর্ড গড়েছে। ছুঁয়েছে ১ হাজার ৫০ কোটি রুপি আয়ের মাইলফলক। ভারতীয় সিনেমার বাণিজ্যিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বিতীয় সপ্তাহেও ভালো দর্শক পাবে আলস্নু-রাশমিকার এই সিনেমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে