শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

নির্মাতা সি বি জামান মারা গেছেন

বিনোদন রিপোর্ট
  ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৩২
নির্মাতা সি বি জামান মারা গেছেন
নির্মাতা সি বি জামান মারা গেছেন

মারা গেছেন বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা সি বি জামান (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শুক্রবার বেলা সাড়ে ৩টায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার ছেলে সি এফ জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে বাথরুমে গিয়ে পড়ে যান সি বি জামান। সেখান থেকে উদ্ধারের পরে কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়লে এদিন বিকাল ৩টার দিকে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে ভর্তি করেন। সি এফ জামান জানান, হার্ট অ্যাটাকের পাশাপাশি কিডনি ফেইলরও হয়। সব মিলিয়ে জটিল সমীকরণে চলে যান এই গুণী নির্মাতা। সি বি জামান তার দীর্ঘ ক্যারিয়ারে 'ঝড়ের পাখি', 'উজান ভাটি', 'পুরস্কার'সহ বেশ কয়েকটি প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে