সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

'দর্শক চান বলেই নির্মাতারা আমাদের নিয়ে কাজ করছেন'

বিনোদন রিপোর্ট
  ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
'দর্শক চান বলেই নির্মাতারা আমাদের নিয়ে কাজ করছেন'
'দর্শক চান বলেই নির্মাতারা আমাদের নিয়ে কাজ করছেন'

রেকর্ডসংখ্যক নাটকে জুটি বেঁধে দর্শক মনোযোগ কেড়েছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি তারা আবারও জুটি বেঁধেছেন 'সৌদি মতিন' নামে নতুন এক নাটকে। এটি দর্শকের জন্য উন্মুক্ত করার পরপরই চলে এসেছে ইউটিউবের ট্রেন্ডিংয়ে। সেই সুবাদে দর্শক প্রশংসা কুড়াতে শুরু করেছেন নিলয় ও হিমি। এই জুটির বেশিরভাগ নাটকের গল্পই ছিল হাস্যরসাত্মক। এবার হাস্যরসের পাশাপাশি তাদের নতুন নাটকে যুক্ত হয়েছে জীবনবোধের গল্প। যেখানে দেখা যায়, বিদেশ থেকে ফিরে অঘাতে টাকা খরচ করে বেড়ায় মতিন। বিলাসী জীবনযাপনের মধ্য দিয়ে সবাইকে চমকে দিতে চায় সে। আর তা করতে গিয়ে ফুরিয়ে যেতে থাকে উপার্জনের সমস্ত অর্থ; যা এক সময় কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় মতিনকে। পুনরায় বিদেশ যেতে বাধ্য হয়। এমন সময় সে জানতে পারে, তাঁর ঘরে নতুন অতিথি আসতে চলেছে। সন্তান পৃথিবীতে আসার খবরে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত বদলায় নিলয়। সেই সময় বিরূপ হয়ে উঠে তাঁর পরিবারের লোকজন। কী করবে মতিন, ঠিক বুঝে উঠতে পারে না।' এমনই গল্প নিয়ে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নিলয়-হিমি জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, সাবেরী আলম, আবদুলস্নাহ রানা, মৌসুমী মৌ, ফাতেমা হীরা, সীমান্ত আহমেদ, নাহিদ সুলতানা ইভা, শুভজিৎ রায়, মুহিত কামাল প্রমুখ।

অভিনেতা নিলয় আলমগীরের কথায়, 'হাস্যরসের মধ্য দিয়ে আমরা যে গল্প নাটকে তুলে ধরেছি, সেখানে চেনা মানুষের ছায়া উঠে এসেছে- যা আমাদের যপিত জীবন নিয়ে ভাবায়। হয়তো সে কারণেই নাটকটি দর্শক-মনে ছাপ ফলতে পেরেছে।'

জুটি বেঁধে অভিনয় নিয়ে হিমি বলেন, 'দর্শকের প্রত্যাশা পূরণের জন্যই নাটক-সিনেমায় জুটি গড়ে ওঠে। আমাদের বেলায় সেটাই হয়েছে। দর্শক চান বলেই নির্মাতা আমাদের জুটি করে একের পর এক নাটক নির্মাণ করে যাচ্ছেন। 'সৌদি মতিন' নাটকে নিলয়ের সঙ্গে জুটি বেঁধে আবারও দর্শক-মনে কড়া নাড়তে পেরেছি, এটাই ভালো লাগার।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে