রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শত্রম্নর কাছে যেতেও অসুবিধা হয় না :সৃজিত

বিনোদন ডেস্ক
  ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শত্রম্নর কাছে যেতেও অসুবিধা হয় না :সৃজিত

কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। প্রথম চলচ্চিত্র অটোগ্রাফ পরিচালনার পর পরই তিনি দর্শকমহলে আলোচনায় আসেন। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকার দিয়েছেন এ পরিচালক। যেখানে সিনেমা প্রসঙ্গ থেকে শুরু করে তার ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে সৃজিতকে কাজ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'কাজের ক্ষেত্রে আমি প্রচন্ডই নৃশংস, প্রচন্ডই নির্লজ্জ। দরকারে এমন মানুষের কাছেও রোল নিয়ে গিয়েছি, যে আমার প্রভূত ক্ষতি করেছে। শত্রম্নর কাছে যেতেও অসুবিধা হয় না আমার।' কাজের বিষয়ে নিজেকে নৃশংস উলেস্নখ করে বলেন, 'যতক্ষণ না খুঁতখুঁত ভাবটা মিটছে, সহকর্মীদেরও জ্বালিয়ে মারি। ১৮-২০ ঘণ্টাও কাজ করেছি সেটা এডিটিং হোক কিংবা যা কিছু। শুটিংটা আমার হাতে থাকে না। এর কারণ প্রযোজকেরা ১২-১৫ দিনের সময় বেঁধে দেন। তবে পোস্ট প্রোডাকশনে আমি খুঁতখুঁতে ভাবটা চালিয়ে যাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে