অপর্ণা রানী রাজবংশী'র রচনা ও নাজনীন হাসান খানের পরিচালনায় সম্প্রতি নির্মাণ হয়েছে বিশেষ টেলিফিল্ম 'নীল শুভ্র'। নাটকের বিভিন্ন চরিত্রে দেখা যাবে- সোহান খান, জান্নাতুন নূর মুন, সাইকা আহমেদ, আনোয়ার শাহী, এনায়াতে উলস্ন্যাহ সৈয়দ (শিপুল সৈয়দ), ফরিদ হোসাইন, তাজরিয়ান সুলতানা, সুমন আহমেদ বাবু, এবি রশিদ, শাহাদাত জয়, প্রমুখ। টেলিফিল্মটি আগামী ২৭ ডিসেম্বর বিকাল ৩টায় চ্যানেল আইতে প্রচারিত হবে। কাহিনীতে দেখা যায়- সমসময় দলবল নিয়ে চলে করিম, মহলস্নার ভাই। সবাই তাকে অনেক পছন্দ করে। সে মানুষের উপকার ছাড়া অপকার কখনো করেনি। কিন্তু মহলস্নার আসলাম করিম বিরুদ্ধে চলে যায়। দু'জন এক সময় ভালো বন্ধুও ছিল। মহলস্নায় নতুন ভাড়াটিয়া হিসেবে সেঁজুতি তার মা আসে। প্রথম দেখাতেই সেঁজুতিকে ভালোলেগে যায় করিমের। এই নিয়ে দু'গ্রম্নপের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লেগে যায়। ক্যান্সার নামক ব্যাধি সেঁজুতিকে প্রতি মুহূর্তে তিলে তিলে মৃতু্যর দিকে ধাবিত করছে। কি করবে করিম! বন্ধুর বিপদে এগিয়ে আসে আসলাম। ছুটে যায় ডাক্তারের কাছে। সেঁজুতির ক্যান্সার লাস্ট স্টেইজ। উন্মাদের মতো সেঁজুতির লাশ জড়িয়ে ধরে কান্না করছে। তারপর কোনো একদিন করিমকে দেখতে পাওয়া যায় পাগলের ভেসে ওলিগলি শহরে ব্যস্ততম জয়গায়। এমনই একটি অসাধারণ রোমান্টিক কাহিনী নিয়ে গল্পের বিস্তার।
নাট্যকার অপর্ণা রানী রাজবংশী বলেন, নির্মাতা নাজনীন হাসান খান বলেন, 'কাজটি আমি খুব যত্ন সহকারে করেছি। আর সোহান খান ও জান্নাতুন নূর মুন দুজনই দুর্দান্ত অভিনয়শিল্পী। তাদের সাথে কাজের অভিজ্ঞতা দারুণ। এটি একটি সিরিয়াস গল্পের নাটক। এমন গল্পে এটাই আমার প্রথম কাজ। আশা করি, টেলিফিল্মটি দর্শকদের ভালো লাগবে।