দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ ও ভারতে নিয়মিত কাজ করে যাচ্ছেন। কিছুদিন আগে এই অভিনেত্রী যুক্ত হন 'বাগান বিলাস' নামের একটি মিউজিক্যাল ফিল্মে। সাদিয়া ইসলাম রোজার পরিচালনায় এতে গান গাওয়া পাশাপাশি অভিনয়ও করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রীতম হাসান। এবার মুক্তির পালা, আজ রাত ৯টায় 'বাগান বিলাস' উন্মুক্ত হবে নেটদুনিয়ায়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়া নিজেই। এর আগে ২০ জানুয়ারি এই কাজের কথা জানিয়ে সঙ্গীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, তাদের সঙ্গে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার পালা এবার ফুরোতে চলেছে।
প্রীতম হাসান গানের পাশাপাশি ভালো অভিনয়ও করেন। 'বাগান বিলাস'-এ জয়ার সঙ্গে কাজ করা নিয়ে খুবই উচ্ছ্বসিত। এর আগে এ বিষয়ে তিনি বলেন, 'জয়া আপুর সঙ্গে এটিই আমার প্রথম স্ক্রিন শেয়ার করা। এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। সঙ্গে এলিটা করিমও আছেন। আশা করি, এটি দারুণ কিছু হবে।' বলা প্রয়োজন, আহসান দেশের অন্যতম মেধাবী ও গুণী অভিনেত্রী। সম্প্রতি তাকে দেখা গেছে নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজ '২ষ'তে। অন্যদিকে, প্রীতম হাসান দেশের একজন মেধাবী সঙ্গীতশিল্পী। পাশাপাশি তিনি অভিনয়ও করেন। এলিটা করিমও নিজের অবস্থানে সমুজ্জ্বল।