রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

পারিবারিক গল্পে 'আপন পর'

বিনোদন রিপোর্ট
  ০৭ মার্চ ২০২৫, ০০:০০
পারিবারিক গল্পে 'আপন পর'
পারিবারিক গল্পে 'আপন পর'

পারিবারিক গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে একক নাটক 'আপন পর'। প্রিয়া সেন'র গল্পে নাটকটি নির্মাণ করেছেন নাট্য নির্মাতা এস ডি জীবন। সম্প্রতি মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রগ্রহণ শেষ হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ আশিক, মৌমিতা বিশ্বাস, আমির শাহ ও ফাতিমা।

নতুন নাটক প্রসঙ্গে জীবন বলেন, 'আপন পর' নাটকের গল্পটি অসাধারণ। প্রিয়া সেন সুন্দর একটি পারিবারিক গল্প লিখেছে। আমাদের সমাজে এ রকম ঘটনা প্রতিনিয়তই ঘটছে এবং আমরা কেউ না কেউ এসব ঘটনার মধ্য দিয়েই জীবনযাপন করছি। এই নাটক দেখে দর্শকরা নিজেদের জীবনের সঙ্গে মিল পাবেন এবং প্রতিটা মুহূর্তে মনে হবে এটি আমাদেরই গল্প। আমি মূলত সমাজের ঘটমান বাস্তবতাকে নাটকে রূপ দেওয়ার চেষ্টা করেছি। বর্তমান সময়ের সমাজকে সুন্দর একটি বার্তা দেবে এই নাটকটি। পুরো টিম আন্তরিকতার সঙ্গে কাজটি করেছেন। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।' শিগগিরই ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে নাটক 'আপন পর'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে