রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

নয়নতারার আপত্তি

বিনোদন ডেস্ক
  ০৭ মার্চ ২০২৫, ০০:০০
নয়নতারার আপত্তি
নয়নতারার আপত্তি

ভারতের দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। তার ভক্তরা ভালোবেসে ডাকেন 'লেডি সুপারস্টার'। কিন্তু এতে আপত্তি রয়েছে তার। তিনি ভক্তদের তার প্রকৃত নাম অর্থাৎ নয়নতারা নামেই ডাকতে অনুরোধ করেছেন। তিনি জানিয়েছেন, 'নয়নতারা' নামটি তার খুবই প্রিয়। ভক্তরা যেন তাকে নাম ধরে ডাকেন। গত মঙ্গলবার এই অভিনেত্রী টুইটারে একটি লেখা শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, নির্দিষ্ট উপাধি এবং প্রশংসা খুবই মূল্যবান। কিন্তু কখনো কখনো এগুলো এমন একটি ভাবমূর্তি তৈরি করে, যা একজন অভিনেত্রীকে তাদের কাজ থেকে আলাদা করে দেয়। সেইসঙ্গে তার দর্শকদের সঙ্গেও নিঃশর্ত বন্ধন হতে দেয় না। শুধু এই কারণেই ভক্তদের থেকে একজন অভিনেত্রীর দূরত্ব তৈরি হয়।

নয়নতারা লিখেছেন, 'আমার প্রিয় ভক্ত, মিডিয়ার সম্মানিত সদস্য এবং সিনেমা জগতের সম্মানিত ব্যক্তিগণ, অভিনেত্রী হিসেবে আমার শুরু, সকল আনন্দ এবং সাফল্যের সমস্ত উৎস আপনারা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আন্তরিকভাবে আশা করি, সবাই পরিবার নিয়ে সুস্থ আছেন, সুখে আছেন। আমার জীবন একটা খোলা বইয়ের মতো, যা সবসময় আপনাদের নিঃশর্ত ভালোবাসা এবং স্নেহে গড়ে উঠেছে। সাফল্যের সময় আমার কাঁধ চাপড়ে দেওয়া বা কষ্টের সময় আমাকে শক্তি দিয়ে হাত বাড়িয়ে দেওয়া হোক, আপনারা সবসময় আমার পাশে ছিলেন।'

তিনি আরও লেখেন, 'আপনাদের অনেকেই আমাকে 'লেডি সুপারস্টার' বলে ডাকেন। যা আপনাদের অপরিসীম স্নেহ থেকে উদ্ভূত। এত মূল্যবান উপাধির মুকুট পরানোর জন্য আমি সকলের কাছে অনেক ঋণী। তবে, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আমাকে 'নয়নতারা' বলে সম্বোধন করবেন। কারণ আমি মনে করি, এই নামটিই আমার হৃদয়ের সবচেয়ে কাছের। এটি কেবল একজন অভিনেত্রী হিসেবেই নয়, একজন ব্যক্তি হিসেবেও আমি কে, তা প্রতিনিধিত্ব করে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে