মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে নাবিলা!

বিনোদন রিপোর্ট
  ১০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে নাবিলা!
মাসুমা রহমান নাবিলার

বেশ জোরেশোরেই চলছে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নির্মাণের প্রস্তুতি। এরই মধ্যে বেশ কয়েকজন অভিনয়শিল্পীও চূড়ান্ত করেছেন 'বায়োপিক মাস্টার' খ্যাত নির্মাতা মুম্বাইয়ের শ্যাম বেনেগাল। জানা গেছে, বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে থাকছেন অভিনেতা তৌকীর আহমেদ। এছাড়া ফজলুর রহমান বাবু অভিনয় করছেন খন্দকার মোশতাকের চরিত্রে। এই তালিকায় এবার যোগ হলো 'আয়নাবাজি' খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার নাম। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। শুক্রবার এফডিসিতে এ চরিত্রের জন্য অডিশনও দিয়েছেন তিনি।

জানা গেছে, শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কিশোরী বয়সের চরিত্রে অভিনয় করবেন নাবিলা। তার চরিত্রটি হাজির হবে 'রেনু' নাম নিয়ে। কারণ বেগম মুজিবকে ভালোবেসে এ নামেই ডাকতেন বঙ্গবন্ধু। চাচাতো ভাই শেখ মুজিবের সাথে শেখ ফজিলাতুন্নেছার যখন বিয়ে হয় তখন তার বয়স মাত্র তিন। ওই সময় শেখ মুজিব পড়ালেখা করার জন্য বাবার সাথে গোপালগঞ্জে থাকতেন। রেনু থাকতেন গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় শাশুড়ির তত্ত্বাবধানে।

1

তবে এ বিষয়ে এখনও নিশ্চিত করে কোনো কিছু বলেননি নাবিলা। তিনি বলেন, 'আমি এখনই এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে চাই না। কেবল অডিশন দিয়েছি বঙ্গবন্ধুর স্ত্রী বেগম মুজিবের চরিত্রে। হতে পারে অন্য কোনো চরিত্রও আসতে পারে। এটা নিতান্তই ছবিটির পরিচালক ও তার টিমের ওপর নির্ভর করছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে