অহিদা খানম চৌধুরী
পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম চৌধুরীর মা, রত্নগর্ভা মা অহিদা খানম চৌধুরী বুধবার দুপুর সোয়া ১২টায় ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃতু্যতে পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ এবং সব স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি
ড. আবু তাহের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (অব.) অধ্যাপক ড. আবু তাহের (৭০) গত বুধবার বিকালে ঢাকা ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ফুলবাড়িয়া উপজেলার বাক্তা ইউনিয়নের ভালুকজান নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার মৃতু্যতে ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন, ফুলখড়ির সম্পাদক আলহাজ নূরুল ইসলাম খান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ শোক প্রকাশ করেছেন। ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
আবুল কালাম আজাদ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামালপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদ মেডিসিন (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৫টায় মারা যান। আবুল কালাম আজাদ মেডিসিন কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি মা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
আজ শুক্রবার জুমার নামাজ বাদ জানাজা শেষে বকশীগঞ্জ উপজেলার মালিরচর নয়াপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
আবুল কালাম আজাদ মেডিসিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও ব্যক্তি হিসেবে সব দলের নেতৃবৃন্দের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় ছিল। এ কারণে সব শ্রেণির মানুষ তার মৃতুতে ব্যথিত হয়েছেন। বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ তার মৃতু্যতে তিন দিনের শোক ঘোষণা করেছে।
জামালপুর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd