বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

মৃত্যুর আগে ‌‌‌ কাটা লাগা' গার্ল শেফালির শেষ ক্ষুদে বার্তা

আন্তর্জাতিক ডেস্ক
  ০২ জুলাই ২০২৫, ০৫:৫৯
মৃত্যুর আগে ‌‌‌ কাটা লাগা' গার্ল শেফালির শেষ ক্ষুদে বার্তা
ফাইল ফটো

বলিউডে ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত ছিলেন অভিনেত্রী শেফালি জারিওয়ালা। গত শুক্রবার (২৭ জুন) রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। অভিনেত্রীর এই আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। তার আকস্মিক মৃত্যুতে যখন শোকাহত গোটা বলিউড ঠিক তখন সামনে এলো শেফালির শেষ খুদে বার্তা।

মৃত্যুর রাতে ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা বিশাল আদিত্য সিংকে শেষ মেসেজটি পাঠিয়েছিলেন শেফালি। দেখা করার কথা ছিল তার সঙ্গে। বিশালকে অভিনেত্রী লিখেছিলেন, ‘রাত ১০টায় দেখা হবে’। শেফালির মৃত্যুর পর কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করে অভিনেত্রীর জন্য শোক প্রকাশ করেছেন।

শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালি। এ সময় তাড়াহুড়া করে হাসপাতালে নেওয়া হয় তাকে। জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

শোবিজে শুরুর দিকে মডেলিং করতেন জারিওয়ালা। ৩৫টির মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। বলিউডে তার অভিষেক হয় ২০০৪ সালে। ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে ক্যামিও-র মাধ্যমে এই পথচলা শুরু হয় তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে