বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওমিক্রন : অর্থনীতিতে অশনি সংকেত

আহমেদ তোফায়েল
  ০৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
আপডেট  : ০৫ ডিসেম্বর ২০২১, ০৯:১৯

করোনার ছোবলে তছনছ বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করলেও নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন' সে যাত্রায় উদ্বেগের ছায়া ফেলেছে। এরই মধ্যে বিশ্ববাজারের বড় বড় শেয়ারবাজারে সূচকে মোটা দাগে দরপতন হয়েছে। জ্বালানি তেলের বাজারও নিম্নমুখী। আন্তর্জাতিক মন্দার ঢেউ বাংলাদেশের অর্থনীতিতে পড়ার আশঙ্কাও প্রবল হয়ে উঠেছে। সংশ্লিষ্টরা জানান, করোনার শক্তিশালী ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রম্নত ছড়িয়ে পড়লে ফের ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ হয়ে যাবে কি না, তা নিয়ে সর্বমহলে উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশেষ করে করোনার থাবায় নিঃস্ব প্রায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী-শিল্পপতিরা নতুন ধাক্কা সামাল দিতে পারবেন কিনা তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন। অর্থনীতিবিদদের আশঙ্কা, বিশ্ব অর্থনীতিতে আরেকটি বড় ধাক্কা আসছে। বাংলাদেশেও এর প্রভাব পড়বে। তবে ওমিক্রনের বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এরই মধ্যে সবচেয়ে বেশি বিপদ যাচ্ছে বিশ্ব এয়ারলাইনস ও ভ্রমণ প্রতিষ্ঠানগুলোর। ক্রজ পরিচালনাকারী কার্নিবাল করপোরেশন রয়েল কেরাবিয়ান ক্রজেজ ও নরোজিয়ান ক্রজ লাইনের শেয়ারের দাম কমেছে ১০ শতাংশের বেশি। ইউনাইটেড এয়ারলাইনস ও ডেল্টা এয়ারলাইনস ও মার্কিন এয়ারলাইনসের অবস্থাও প্রায় একই রকম। বাংলাদেশেও আগের মতো বিমান চলাচল বন্ধ হয়ে যাবে কি না, তা নিয়ে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্ক ছড়িয়েছে দেশের শেয়ারবাজারেও। কয়েকদিন ধরে দেশের শেয়ারবাজারে বড় দরপতন চলছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় দরপতনের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন কমে ডিএসইতে সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, করোনার নতুন ধরনের কোনো প্রভাব বাজারে পড়েনি। কয়েকদিন ধরে যে দরপতন হচ্ছে তার মূল কারণ বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যকার সমন্বয়হীনতা। এটা বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলেছে। রাজু হোসেন নামে এক বিনিয়োগকারী বলেন, দেশে প্রথম যখন করোনার প্রকোপ শুরু হয়, সে সময় বড় দরপতন হয়েছিল। এবার কী হবে বলা যাচ্ছে না। করোনার নতুন ধরন নিয়ে বিভিন্ন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বলে খবর বের হচ্ছে। যেহেতু লাভ আছে তাই কিছু শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিয়েছি। দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, তারা খুবই চিন্তিত। প্রতিটি মুহূর্ত উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে কাটছে তাদের। তিনি বলেন, রপ্তানি খাত মাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছে। রপ্তানি বেশ ভালোই বাড়ছিল। প্রচুর অর্ডার আসছে। কিন্তু ওমিক্রনের ধাক্কা তাদের কোথায় নিয়ে যাবে তা নিয়ে চিন্তিত তারা। করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার রোধে ইতোমধ্যে ইউরোপের কয়েকটি দেশ নতুন বিধিনিষেধ আরোপ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিস্নউএইচও) মতে, করোনার এই নতুন রূপ অত্যন্ত উদ্বেগজনক। প্রধান রপ্তানি বাজার ইউরোপীয় দেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন পোশাক প্রস্তুতকারীরা। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সহ-সভাপতি শহীদুলস্নাহ আজিম বলেন, 'রপ্তানির অন্যতম প্রধান গন্তব্য স্থল জার্মানিতে প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার মানুষ সংক্রমিত হচ্ছে; অন্যদিকে, নেদারল্যান্ডস ইতোমধ্যে লকডাউন আরোপ করেছে। তিনি বলেন, কোভিড-১৯-এর দ্বিতীয় ধাক্কার পর ইউরোপীয় দেশগুলোয় আবার দোকান খোলায় গত তিন মাসে, বাংলাদেশের পোশাক রপ্তানি খাত সবে পুনরুদ্ধার করতে শুরু করেছে। এই পরিস্থিতিতে কোভিডের নতুন ধরন রপ্তানি খাতের জন্য নতুন উদ্বেগের কারণ হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, 'বাজার পরিস্থিতি কেমন হয় তা বুঝতে তাদের ১৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি বলেন, যদি ব্র্যান্ডগুলো পণ্য বিক্রি করতে না পারে বা তাদের ব্যবসা প্রভাবিত হয়, তবে এটি তাদের ব্যবসায়েও প্রভাব ফেলবে। পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্নোটেক্স গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক এসএম খালেদ বলেন, যদি ইউরোপীয় ইউনিয়নের ৮ থেকে ১০টি দেশ নতুন বিধিনিষেধ আরোপ করে, তাহলে অবশ্যই এর প্রভাব বাংলাদেশের পোশাক রপ্তানি খাতের ওপর পড়বে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহ-সভাপতি ফজলে শামীম এহসান বলেন, 'ক্রেতারা মহামারির প্রথম ধাক্কা থেকে শিক্ষা নিয়েছে। তারা জানে, যদি তারা কোনো অর্ডার বাতিল বা স্থগিত করে, তাহলে এটি তাদের ব্র্যান্ডের ভাবমূর্তিকে নষ্ট করবে। নতুন এই বিধিনিষেধের সময় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো জীবন ও জীবিকার ব্যাপারটিও বিবেচনায় রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, 'অবস্থা বেশ খারাপ মনে হচ্ছে। বিশ্ব অর্থনীতিতে আরেকটি বড় ধাক্কা আসছে মনে হচ্ছে। বাংলাদেশেও এর প্রভাব পড়বে।' ডেল্টা ও ডেল্টা পস্নাসের পর এবার ওমিক্রন আতঙ্ক। বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। মহামারি কমে আসায় বিশ্বের মানুষ যখন স্বস্তির নিশ্বাস নিচ্ছে, ঠিক তখনই সামনে এসে হাজির করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ভ্যারিয়েন্টটি যাতে দেশে প্রবেশ করতে না পারে সেজন্য দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিতের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই স্থল, বিমান এবং নৌবন্দরে সতর্কতা জারি করতে হবে। না হলে ডেল্টার মতো এই ভ্যারিয়েন্টও ছড়িয়ে পড়তে পারে। এরই মধ্যে অনেক দেশের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, সুইজারল্যান্ডসহ অনেক দেশ। নতুন বিধিনিষেধ দিয়েছে ইরান, ভারতসহ অনেক দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এই ভ্যারিয়েন্টের রয়েছে বিপুল পরিমাণ রূপান্তর। প্রাথমিক যে তথ্য-প্রমাণ পাওয়া গেছে, তাতে এই ভ্যারিয়েন্ট নতুন করে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করে। ২৪ নভেম্বর প্রথম দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর বতসোয়ানা, বেলজিয়াম, হংকং এবং ইসরাইলে শনাক্ত হয়। আশঙ্কা দেখা দিয়েছে আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। এজন্য দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো, ইশাতিনি থেকে, যদি কেউ ব্রিটিশ বা আইরিশ নাগরিক না হন অথবা ব্রিটেনের রেসিডেন্ট না হন, তাহলে যে কোনো ব্যক্তিকে ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে