মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ফেনীর নবাবপুর-লেমুয়া সংযোগ ব্রিজ পরিদর্শনে ত্রাণ ও দুর্যোগ সচিব

ফেনী প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১১:২৯
আপডেট  : ০১ জুলাই ২০২৫, ১১:৩১
ফেনীর নবাবপুর-লেমুয়া সংযোগ ব্রিজ পরিদর্শনে ত্রাণ ও দুর্যোগ সচিব
ঝুঁকিপূর্ণ সেতু ও মুহুরী নদীর ভাঙন এলাকা পরিদর্শনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। ছবি: যায়যায়দিন

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ও সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত ঝুঁকিপূর্ণ সেতু ও মুহুরী নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান।

সোমবার (৩০ জুন) সকালে সোনাগাজীর কালিদাস পাহালিয়া নদীর ওপর ১৯৯৩ সালে নির্মিত সেতুটি ঘুরে দেখেন তিনি। এ সময় ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থা সরজমিনে পর্যালোচনা করে দ্রুত নদী ড্রেজিং, মাটি ভরাটসহ প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করার নির্দেশনা দেন সচিব। পাশাপাশি, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. আকতার হোসেন মজুমদার, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদ আল ফারুক, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন এবং নবাবপুর ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল আলম।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বৃষ্টির পানি ছাড়াও গত ১৫ বছর ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সেতুর পাশের মাটি সরে গিয়ে ফাটল দেখা দিয়েছে। ফলে শুধু সেতুই নয়, আশপাশের বসতবাড়িও হুমকির মুখে রয়েছে।

পরিদর্শনের শেষাংশে সচিব মোস্তাফিজুর রহমান মুহুরী নদীর ভাঙনকবলিত এলাকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে