নেত্রকোনার বারহাট্টা উপজেলায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালাম (৩৫) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার রাত ৮ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাম ওই গ্রামের আকবর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অটোরিকশা চার্জে লাগাতে গিয়ে সালাম তড়িৎ প্রবাহে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো তথ্য পাইনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিরাপদ বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।