রাজধানীর ধানমন্ডির ৮ নম্বরে অবস্থিত রবীন্দ্রসরোবর এলাকায় শুক্রবার (২১ জানুয়ারি) মধ্যরাতে একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এ ঘটনায় গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর গাড়ির চালক গাড়িটি ঘটনাস্থলে রেখেই পালিয়ে গেলে ধানমন্ডি থানা পুলিশ গাড়িটি রে-কারে করে থানায় নিয়ে আসে।
শনিবার ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার মধ্যরাতে ধানমন্ডি রবীন্দ্রসরোবর এলাকায় একটি কালো রংয়ের প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে ধাক্কা খায়। এমন একটি সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে দেখি গাড়িটি রোড ডিভাইডারের ওপরে উঠে রয়েছে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং রোড ডিভাইডারও ক্ষতিগ্রস্ত হয়। তবে আমরা ঘটনাস্থলে গাড়ির কোনো যাত্রী বা চালককে পাইনি। পরে গাড়িটি আমরা রে-কারে করে থানায় নিয়ে আসে।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd