বাংলাদেশের পরিস্থিতি শ্রীলংকার মতো হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংক গ্রম্নপের প্রতিষ্ঠান মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সির (মিগা) ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ কামাল আহমদ। সোমবার নগরীর শেরে বাংলা নগরে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের শ্রীলঙ্কার মতো হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জুনায়েদ কামাল আহমদ। তাদের কাছ থেকে এ ধরনের মন্তব্যে আমরা আনন্দিত। তিনি বলেন, 'জুনায়েদ কামাল আহমদ আমাদের মাটির সন্তান, বিশ্ব ব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানে কর্মরত। তার দল-বল নিয়ে তিনি আমার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি জানিয়েছেন, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (মিগা) নিজেরাই ঝুঁকি নিয়ে বাংলাদেশে ঋণ নিয়ে আসবে। বেসরকারি খাত, পানি উন্নয়ন, রেল, বিদু্যৎ, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের গ্যারান্টার হতে আগ্রহী সংস্থাটি। সরকারকে আলাদাভাবে কোনো গ্যারান্টি দিতে হবে না। তবে সরকারের কনসার্ন নিয়ে তারা বড় বড় বিনিয়োগ নিয়ে আসবে। এতে বেসরকারি খাতে বিদেশি বিনিয়োগ বাড়বে।' এ সময় জুনায়েদ কামাল আহমদ বলেন, বাংলাদেশে বিদু্যৎ খাতে যে বিনিয়োগ এসেছে তার ১০ শতাংশ হ এসেছে বিশ্বব্যাংক গ্রম্নপের প্রতিষ্ঠান 'মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সির (মিগা) মাধ্যমে। বিশ্বব্যাপী বড় বড় ঋণের গ্যারান্টার হয় এই বহুপক্ষের বিনিয়োগ গ্যারান্টি সংস্থা। এখন বড় বড় বিনিয়োগ বা ঋণ পেতে বেসরকারি খাতকে সরকারের দিকে চেয়ে থাকতে হবে না। তিনি বলেন, মিগার দায়িত্ব বাজার থেকে যে টাকা আসবে, কীভাবে তার মেয়াদ বৃদ্ধি করা যায়, কীভাবে সুদ কমানো যায় তা দেখা। দেশে পানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধি করার দায়িত্ব নেবে মিগা। বাংলাদেশ লো ইনকাম থেকে লো মিডল ইনকামে যাচ্ছে। আমার বিশ্বাস ভবিষ্যতে মিগা বাংলাদেশে কাজ করতে পারবে। ইতোমধ্যে বিদু্যতে ১০ শতাংশ বিনিয়োগ নিয়ে এসেছে মিগা। তিনি আরও বলেন, মিগার গ্যারান্টিতে আমরা বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াবো। দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রম্নত অর্থনৈতিক গতির দেশ বাংলাদেশ। আমরা পার্টনার হিসেবে বাংলাদেশের উন্নয়নে এগিয়ে আসব।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd