ময়মনসিংহের গফরগাঁওয়ে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি । এছাড়াও সভায় উপজেলা ভূমি অফিস, ১৫টি ইউনিয়ন ভূমি অফিস ও পৌরসভা ভূমি অফিস সমূহকের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিতি ছিলেন ।সভায় ভূমি বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।