শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

আম্বিয়া খাতুন

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আম্বিয়া খাতুন

বাংলাদেশ কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালযের এপিএ এক্‌মপার্ট পুলের সদস্য এবং ঢাকাস্থ দর্শনা পরিবারের উপদেষ্টা ডক্টর হামিদুর রহমানের রত্নগর্ভা মা আম্বিয়া খাতুন গত বুধবার বিকাল ৪টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহ ওয়া ইন্না লিলস্নাহ রাজিউন)। তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ২০২২ সালে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রত্নগর্ভার সম্মানে ভূষিত হয়েছিলেন। তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জ্যেষ্ঠ পুত্র লুৎফর রহমানও একজন কৃষিবিদ ছিলেন এবং তিন মেয়ে জোবেদা খাতুন, আকলিমা খাতুন ও হালিমা খাতুন বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের হৈবতপুর নিজ গ্রামে বেলা ১১টার সময় মরহুমার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। নামাজের জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ মো. আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী মুনছুর বাবু, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে