বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

গাজীপুর জেলা মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

গাজীপুর সদর প্রতিনিধি
  ১৪ মে ২০২৫, ১১:৩৭
গাজীপুর জেলা মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার
গাজীপুর জেলা মহিলা লীগের নেত্রী শাহীদা আক্তার জসুদা

গাজীপুর জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শাহীদা আক্তার জসুদাকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) রাত ২টায় গাজীপুরের উত্তর ছায়া বিথী এলাকার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃত শাহীদা আক্তার জসুদা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শান্তি চরণ এর কন্যা।

1

সূত্রে জানা যায়, শাহিদা আক্তার জসুদা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিশু হত্যার এজাহার ভুক্ত আসামি। বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতি করে স্থানীয় বিভিন্ন গার্মেন্টস কারখানায় ঝুট ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন ওই মহিলা নেত্রী। সরকারি বনভূমি জবরদখলে তার মদদ রয়েছে। এছাড়াও আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে তিনি ভাওয়ালগড় ইউপি নির্বাচনে তিনবার এবং উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, শাহীদা আক্তার জসুদা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিকটস্থ থানা এলাকায় একটি শিশু হত‍্যা মামলার এজহার ভুক্ত আসামী। এছাড়া ৫ই আগস্ট এর পরবর্তী সময়ে কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি ভাঙচুর এবং শ্রমিকদেরকে উস্কানি দেয়ার সাথে তার সম্পৃক্ততা থাকার তথ্য মিলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে