বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নাগেশ্বরীতে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কৃষক নিহত
  ১৪ মে ২০২৫, ১৯:০৩
নাগেশ্বরীতে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
প্রতীকী ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে মারা গেছেন হাতেম আলী (৩৫) নামের এক কৃষক। বুধবার (১৪ মে) সকালে উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কুমোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাতেম আলী ওই গ্রামের ছাফের আলীর ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি পল্লী-চিকিৎসক হিসেবেও এলাকায় পরিচিত ছিলেন।

1

স্থানীয়রা জানান, বুধবার সকাল ৮টার দিকে আকাশ মেঘলা ছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই হাতেম আলী নিজের জমিতে ধান কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কালীগঞ্জ ইউপি সদস্য মদিনা আলী জানান, ধান কাটতে গিয়ে বজ্রপাতে হাতেম আলীর মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

যাযাদিন/এল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে