শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বেইলি রোডে আগুন অবশেষে অভিশ্রম্নতি শাস্ত্রীর মরদেহ হস্তান্তর

যাযাদি রিপোর্ট
  ১২ মার্চ ২০২৪, ০০:০০
বেইলি রোডে আগুন অবশেষে অভিশ্রম্নতি শাস্ত্রীর মরদেহ হস্তান্তর

অবশেষে রাজধানীর বেইলি রোডের আগুনের ঘটনায় নিহত বৃষ্টি খাতুনের (অভিশ্রম্নম্নতি শাস্ত্রী) মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার ১১ দিন পর সোমবার বিকালে বৃষ্টির বাবা সবুজ শেখ মেয়ের মরদেহ বুঝে নেন। ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে হিন্দু-মুসলিম পরিচয়ের বিতর্ক নিরসনের পর অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বৃষ্টির মরদেহ হস্তান্তর করে।

মরদেহ গ্রহণ করে বৃষ্টির বাবা সবুজ শেখ আলস্নাহর কাছে শুকরিয়া আদায় করে সাংবাদিকদের বলেন, 'সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমিই তার বাবা। আলস্নাহর কাছে লাখো কোটি শুকরিয়া।'

তিনি আরও বলেন, 'মৃতদেহ পেয়েছি। তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাবো। সেখানেই ধর্মমতে সামাজে জানাজা দিয়ে কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রাম পরিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।'

হিন্দু-মুসলিম নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে মৃতের বাবা আরও বলেন, 'হিন্দুদের অনুষ্ঠানে গেলেই কি মানুষ হিন্দু হয়ে যায়? অনেকেই হিন্দুদের অনুষ্ঠানে যান। তাই বলেকিই হিন্দু হয়ে গেছেন?'

ঢাকা মেট্রো সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর সাংবাদিকদের বলেন, 'আদালতের নির্দেশ অনুযায়ী, ডিএনএ প্রোফাইলের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয় রোববার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে