শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বাস থেকে ফেলে ছাত্র হত্যা, বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
  ১০ মে ২০২৫, ১৪:৪৮
বাস থেকে ফেলে ছাত্র হত্যা, বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ
ছবি: যায়যায়দিন

গাজীপুরের পোড়াবাড়ি মাস্টারবাড়ি এলাকায় ভাড়া নিয়ে বিতর্কের জেরে শিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ও এলাকাবাসী।

শনিবার (১০ মে) বেলা ১১টায় তারা মহাসড়ক অবরোধ করে, পরে বিচারের আশ্বাস পেয়ে সাড়ে ১২টার দিকে মহাসড়ক ছেড়ে চলে যায়। বর্তমানে যান চলাচল শুরু হলেও দীর্ঘ যানজট দেখা গিয়েছে।

এসময় তারা একটি ‘তাকওয়া পরিবহনের বাস ভাঙচুর করে। এসময় যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হয়।

মানববন্ধনে অংশ নেয়া কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির রসায়ন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মোঃ সোহেল এবং উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোঃ সিফাত বলেন, হাফ ভাড়া না নেয়া নিয়ে বিতর্কের জেরে সিয়ামকে বাস থেকে হত্যা করা হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আন্দোলন শিক্ষার্থী ও এলাকাবাসীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়েছে। ধীরে ধীরে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে।

তবে তাকওয়া পরিবহনের মালিক প্রতিনিধি আব্দুল আউয়াল জানান, ঘটনায় জড়িত বাসটি তাকওয়া পরিবহনের নয়, সেটি ছিল চ্যাম্পিয়ন পরিবহনের। চ্যাম্পিয়নের বাসটি ঘটনা ঘটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার পর পর তাকাওয়া পরিবহনের একটি বাস ঘটনাস্থলে হাজির হয়। এতে এলাকাবাসী ও পুলিশ তাকওয়া পরিবহনের মিনিবাসটি ঘটনায় জড়িত বলে ধারণা করেছে এবং মিডিয়াকে তথ্য দিয়েছে। ফলে পরদিন শনিবার সকালে বিক্ষোভকারীরা মাস্টার বাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের চালক ও কতৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এসময় তারা কয়েকটি তাকওয়া পরিবহনের গাড়ি ভাঙচুর করেছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে