শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

অভিনেতা রনজিত মলিস্নক

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি।
  ১৫ মার্চ ২০২৪, ০০:০০
অভিনেতা রনজিত মলিস্নক
অভিনেতা রনজিত মলিস্নক

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া কয়লার ডিপুর বাসিন্দা প্রখ্যাত অভিনয় শিল্পী রনজিত মলিস্নক বৃহস্পতিবার ভোরে পরলোকগমন করেছেন (দিব্যান লোকান স্ব গচ্ছতু)। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ছয় ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তার মৃতু্যতে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, চম্পাকুঁড়ি খেলাঘর আসর, কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি, উদীচী, কাপ্তাই, ভৈরবী শিল্পী গোষ্ঠী, গিরি পলাশ নাট্য গোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

রনজিত মলিস্নকের ছেলে বাউল শিল্পী বসুদেব মলিস্নক জানান, বৃহস্পতিবার দুপুর ১টায় কয়লার ডিপু হরিমন্দির শ্মশানে তার মরদেহের দাহ সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে