আগামী ১৭'মে খুলনায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষে শনিবার বিকালে ডুমুরিয়ার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শরাফপুর, সাহস, ভান্ডারপাড়া ও মাগুরখালী ইউনিয়নের নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ।
তিনি খুলনা-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। বিএনপি নেতা হেমায়েত রশিদ খানের সঞ্চালনায় বক্তব্যদেন জেলা বিএনপি নেতা এসএ রহমান বাবুল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, বিএনপি নেতা মোল্যা মাহাবুর রহমান, শেখ হাফিজুর রহমান, শেখ মশিউর রহমান লিটন, সরদার মোজাফফর হোসেন, সরদার বিল্লাল হোসেন, আজমল হুদা মিঠু, পরিতোষ বালা, মো: ইকরামুল হোসেন, মোক্তারুজ্জামান সবুর, অনুকূল মন্ডল, আরজিনা বেগম, মেম্বার শফিকুল ইসলাম, জয়নাল আবেদিন, শেখ হাবিবুর রহমান হাবিব প্রমুখ। সভা শেষে বানিয়াখালী বাজারে প্রধান সড়কে মিছিল বের করে।