শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আরও ২৭ জনের করোনা শনাক্ত

যাযাদি ডেস্ক
  ১৫ মার্চ ২০২৪, ০০:০০
আরও ২৭ জনের করোনা শনাক্ত

দেশে আরও ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সংগৃহীত নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৫১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ২৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, কোভিড-১৯ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৯ হাজার ৫৯ জনের। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৯২ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ এবং মৃতু্যর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে