বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

আলহাজ মো. সুলতান আহম্মেদ হাওলাদার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  ৩০ মার্চ ২০২৪, ০০:০০
আলহাজ মো. সুলতান আহম্মেদ হাওলাদার

পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য এবিএম রুহুল আমীন হাওলাদারের বড়ভাই ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ মো. সুলতান আহম্মেদ হাওলাদার বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি জেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে একাধিকবার নির্বাচিত হন।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া শুক্রবার বিকালে দুমকি সরকারি জনতা কলেজ মাঠ ও নিজ গ্রামের বাড়ি বাহেরচরে দ্বিতীয় ও তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

তার মৃতু্যতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, বেগম রওশন এরশাদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাফর উলস্নাহ, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক খান, জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে