বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

'ইসলাম ভ্রাতৃত্ব বন্ধনের অনুপ্রেরণা দেয়'

তুরাগ (উত্তরা) প্রতিনিধি
  ৩০ মার্চ ২০২৪, ০০:০০
'ইসলাম ভ্রাতৃত্ব বন্ধনের অনুপ্রেরণা দেয়'

ইসলাম মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা ও ভ্রাতৃত্ব বন্ধনের জন্য অনুপ্রেরণা দেয় উলেস্নখ করে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. খসরু চৌধুরী বলেছেন, আলস্নাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হলো মানবসেবা।

শুক্রবার রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে মুসলিস্নদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, 'ইসলাম মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা ও ভ্রাতৃত্ব বন্ধনের জন্য অনুপ্রেরণা দেয়। মানুষের সেবা করতে এবং তার কষ্ট, অসুবিধা দূর করার জন্যে রসুল সালস্নালস্নাহু আলাইহে ওয়াসালস্নাম নির্দেশ দিয়েছেন। তাই নগরবাসীর যাতায়াতের সুবিধার্থে ফুটপাতসমূহ দখলমুক্ত করতে হবে।'

এ সময় সংসদ সদস্য খসরু চৌধুরী ঢাকা-১৮ আসনকে পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে