শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সাংবাদিক-সংগঠক লক্ষ্ণণ চন্দ্র মন্ডল আর নেই

যাযাদি ডেস্ক
  ১৬ মে ২০২৪, ০০:০০
সাংবাদিক-সংগঠক লক্ষ্ণণ চন্দ্র মন্ডল আর নেই
সাংবাদিক-সংগঠক লক্ষ্ণণ চন্দ্র মন্ডল আর নেই

মাগুরার শালিখা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি, কৃষক সংগঠক ও কবি লক্ষণ চন্দ্র মন্ডল আর নেই। সোমবার রাতে তিনি রাজধানীর অদূরে সাভারে নিজের ছেলের বাসায় পরলোক গমন করেন (দিব্যান লোকান স্ব গচ্ছতু)। তার বয়স হয়েছিল ৭০ বছর। ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

লক্ষ্ণণ চন্দ্র মন্ডল বেশ কিছুদিন ধরে ছেলের কাছে থাকতেন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার মরহুমের মরদেহ নিজ বাড়ি বাঘারপাড়া উপজেলার খানপুর গ্রামে নেওয়া হয় এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়।

1

লক্ষ্ণণ চন্দ্র মন্ডল দৈনিক সংবাদ, যশোরের দৈনিক লোকসমাজ, দৈনিক রানারসহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতেন। নব্বইয়ের দশকে স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় তিনি অজস্র কবিতা লিখেছেন এবং জাতীয় দিবসে সাহিত্য সংকলন প্রকাশ করেছেন। তিনি বাঘারপাড়ার কৃষি সংগঠক মরহুম আইয়ুব হোসেনের সঙ্গে এলাকায় বিষমুক্ত সবজি উৎপাদনে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। তার মৃতু্যতে শালিখা প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি সরদার ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আ. রব মিয়াসহ সদস্যরা গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে