শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন সরকারের প্রথম মাসেই কমেছে মূল্যস্ফীতি

যাযাদি রিপোর্ট
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নতুন সরকারের প্রথম মাসেই কমেছে মূল্যস্ফীতি
নতুন সরকারের প্রথম মাসেই কমেছে মূল্যস্ফীতি

চলতি বছরের আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। গত মাসের দেশের সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক ৪৯ শতাংশ।

এর আগে জুলাই মাসে দেশে মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ। জুলাই মাসের তুলনায় আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ১.১৭ শতাংশ কমেছে। ২০২৩ সালের আগস্ট মাসে যা ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।

1

রোববার বাংলাদেশ পরিসংখ্যান বু্যরোর ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের মূল্য ও মজুরি পরিসংখ্যান শাখা থেকে আগস্টের মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশ করা হয়।

বিবিএসের তথ্যানুসারে, গত জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১১.৬৬ শতাংশ। যা আগস্টে কমে দাঁড়িয়েছে ১০.৪৯ শতাংশে। এছাড়া আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১১.৩৬ শতাংশে যা জুলাই মাসে ছিল ১৪.১০ শতাংশ।

খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। এ খাতে জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৯.৬৮ শতাংশ যা আগস্টে কিছু বেড়ে দাঁড়িয়েছে ৯.৭৪ শতাংশে।

এদিকে, রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ইপিবির পর্ষদ সভা শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, অর্থবছরে শুরুতেই আন্দোলন-সরকার বদলের ধাক্কায় অর্থনীতিতে স্থবিরতা চললেও এবার রপ্তানির আয় ১২ দশমিক ৪ শতাংশের বেশি বাড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে