পবিত্র ঈদুল আযহা ঘিরে এ বছর টানা ১০ দিনের সরকারি ছুটি মিলছে। তাই ঘোষণা অনুযায়ী আজ শনিবার (১৭ ) সরকারি সব অফিস, স্কুল-কলেজ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে।
একইভাবে আগামী ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও সেদিনও অফিস খোলা থাকবে।
আজ সব প্রতিষ্ঠান খোলা থাকায় রাজধানীতে নেই ছুটির আমেজ। সড়কে যানবাহনেরও অপ্রতুলতা রয়েছে। ফলে ভিড় ঠেলেই সপ্তাহের অন্য দিনের মতো সেবাপ্রত্যাশী ও চাকরিজীবীদের অফিসে যেতে হয়েছে।
আজ সকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ বলেন, ‘শনিবার সব সরকারি প্রতিষ্ঠানের মতো বেবিচকও খোলা। সকালেই তাই অফিসে এসেছি।’
বেসরকারি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা ইব্রাহিম হোসেন বলেন, ‘এবার ঈদে লম্বা ছুটি। তাই ঈদের আগে দুই শনিবার সরকারি অফিস এবং ব্যাংক খোলা। অফিসে আসতে হয়েছে সেজন্য।”
চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৭ জুন বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে। ওই দিনটির আগে ৫ ও ৬ জুন এবং পরে ৮ থেকে ১০ জুন মিলিয়ে মোট ৬ দিনের ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল।
এর সঙ্গে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনের ছুটি যোগ করেছে উপদেষ্টা পরিষদ। আর তার পর ১৩ ও ১৪ জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি।
ফলে এবার ৫ থেকে ১৪ জুন একটানা দশ দিনের দীর্ঘ অবকাশ মিলে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের।
ঈদুল আজহা উপলক্ষে জুনে দুদিন ছুটি বাড়িয়ে এবং চলতি মে মাসে কর্ম দিবসের সংখ্যা দুই দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদের পর আগামী ১১ জুন বুধবার ও ১২ জুন বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকায় তার বদলে চলতি মে মাসের ১৭ ও ২৪ তারিখ শনিবারের দুই সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকছে।
তবে বাড়তি ছুটির এই দুই দিনে জরুরি সেবায় নিয়োজিত সরকারি দপ্তরগুলো খোলা রাখতে বলা হয়েছিল প্রজ্ঞাপনে।
আগামী ঈদুল আজহা ঘিরে চাকরিজীবীদের টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ করে দিতে ‘অ্যালোকেশন অব বিজনেস’ অনুযায়ী ছুটির সূচিতে অদল বদলের সিদ্ধান্ত নিয়েছিল উপদেষ্টা পরিষদ।
প্রজ্ঞাপনে বলা হয়, ছুটির সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দুই দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।
তবে জরুরি পরিষেবা, যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতায় পড়বে না।
হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।
চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতায় পড়বেন না বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে জুনে দুদিন ছুটি বাড়িয়ে এবং চলতি মাসে কর্মদিবসের সংখ্যা দুই দিন বাড়িয়ে যে প্রজ্ঞাপন জারি হয়েছে, তার সঙ্গে মিল রেখে ১৭ ও ২৪ মে সব শিক্ষা প্রতিষ্ঠানও খোলা রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ দুইদিন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।