শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
ছাত্র আন্দোলনে হামলা

আ'লীগ নেতা আব্দুল জব্বার গ্রেপ্তার

যাযাদি রিপোর্ট
  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আ'লীগ নেতা আব্দুল জব্বার গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতা আব্দুল জব্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর কাফরুলের সেনপাড়া পর্বতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানায়।

পুলিশ সূত্র জানায়, গত ১৯ জুলাই সেনপাড়া পর্বতা এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর গুলি ছোড়েন। তাদের গুলিতে মো. মোবারক হোসেন নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনায় আহত মোবারকের মামা রুবেল হোসেন বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেন।

পুলিশ আরও জানায়, মামলা তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোবারকের ওপর হামলাকারীদের শনাক্ত করে পুলিশ। পরে আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে