বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১
অস্বীকার হিজবুলস্নাহর

লেবাননে স্থল হামলা শুরু ইসরায়েলের

যাযাদি ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
লেবাননে স্থল হামলা শুরু ইসরায়েলের

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুলস্নাহর শক্তিকেন্দ্রগুলো লক্ষ্য করে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, তাদের ছত্রীবাহিনী, কমান্ডো ও সাজোয়াঁ ইউনিটগুলোর অভিযানের মধ্য দিয়ে আক্রমণ শুরু করেছে তারা। তবে ইসরায়েলের স্থল হামলা চালানোর দাবি মিথ্যা বলে পাল্টা দাবি করেছে লেবাননি সশস্ত্র গোষ্ঠী হিজবুলস্নাহ। মঙ্গলবার এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তাদের যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে সরাসরি কোনো সংঘর্ষ হয়নি। তবে তারা এমন যুদ্ধের জন্য প্রস্তুত আছে। খবর বিবিসি ও রয়টার্স

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, মঙ্গলবার দক্ষিণ লেবাননে হিজবুলস্নাহর সঙ্গে তাদের বাহিনীগুলোর তীব্র লড়াই শুরু হয়েছে। এই অভিযান শুরুর আগে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়ে হিজবুলস্নাহর নেতাদের ধ্বংস করে দেয়। গত সপ্তাহে বৈরুতে হামলা চালিয়ে হিজবুলস্নার প্রধান হাসান নাসরুলস্নাহকে হত্যা করে তারা।

এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার রাতে এই অভিযান শুরু করা হয়েছে এবং তাদের ৯৮তম ডিভিশন এটি পরিচালনা করছে। দুই সপ্তাহ আগে গাজা থেকে এনে এই ডিভিশনটিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে মোতায়েন করা হয়। এর আগে এই ডিভিশনটি কয়েক মাস ধরে গাজায় হামাসের যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছে।

ইসরায়েলি বাহিনী আরও জানায়, তাদের বিমান বাহিনী ও গোলন্দাজ বাহিনীর সমর্থন নিয়ে দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে হিজবুলস্নাহর বিরুদ্ধে 'সীমিত, স্থানীয় লক্ষ্যগুলোতে' স্থল অভিযান চালাচ্ছে তারা। সীমান্তের আশপাশের গ্রামগুলোতে অবস্থান নিয়ে থাকা হিজবুলস্নাহর যোদ্ধারা 'ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্য আসন্ন হুমকি' হয়ে উঠেছিল বলে দাবি করেছে বাহিনীটি।

মঙ্গলবার বাহিনীটি জানায়, সীমান্ত বরাবর হিজবুলস্নাহর যেসব শক্তিকেন্দ্রগুলো ইসরায়েলকে হুমকি দিচ্ছিল তাদের লক্ষ্য করেই এই স্থল অভিযান চালানো হচ্ছে, এটি লেবাননের জনগণের বিরুদ্ধে শুরু করা কোনো যুদ্ধ না।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হ্যাগারি বলেছেন, 'ইসরায়েলি গ্রামগুলোর অপর পাশের গ্রামগুলোকে সামরিক ঘাঁটিতে পরিণত করেছে হিজবুলস্নাহ। এগুলো ইসরায়েলে একটি হামলা চালানোর জন্য প্রস্তুত ছিল।'

লেবাননের স্থানীয় কর্মকর্তারা রয়টার্সকে জানান, দক্ষিণ লেবাননের

বাসিন্দারা সোমবার ও মঙ্গলবার ইসরায়েলি বাহিনী এগিয়ে আসার আগেই পালাতে শুরু করে।

লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি মঙ্গলবার জাতিসংঘের সংস্থাগুলো ও দাতা দেশগুলোর সঙ্গে এক বৈঠকে বলেছেন, 'লেবানন এর ইতিহাসে অন্যতম সবচেয়ে বিপজ্জনক পর্যায়ের মোকাবিলা করছে।'

লেবাননের দুই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলি ইউনিটগুলো 'শত্রম্ন শনাক্ত করতে ও অনুসন্ধান অভিযান' চালাতে রাতে লেবানন সীমান্ত পেরিয়ে ভেতরে প্রবেশ করেছে। এ পরিস্থিতিতে লেবাননের সেনারা সীমান্ত বরাবর অবস্থানগুলো থেকে পেছনে সরে গেছে।

অন্যদিকে, ইসরায়েলের স্থল হামলা চালানোর দাবি মিথ্যা বলে পাল্টা দাবি করে মঙ্গলবার এক বিবৃতিতে লেবাননি সশস্ত্র গোষ্ঠী হিজবুলস্নাহ জানায়, তাদের যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে সরাসরি কোনো সংঘর্ষ হয়নি। তবে তারা এমন যুদ্ধের জন্য প্রস্তুত।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছিল, ইসরায়েলি সেনারা লেবাননে প্রবেশ করেছে। তবে যতটুকু তারা এগিয়েছে সেটুকু জায়গা হেঁটে যাওয়া যাবে। সূত্রটি আরও জানায়, হিজবুলস্নাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের সরাসরি কোনো সংঘর্ষ হয়নি এবং গাজায় যেমন স্থল হামলা চালানো হয়েছিল এটি তেমন নয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে হিজবুলস্নাহর মিডিয়া রিলেসন্স কর্মকর্তা মোহাম্মদ আফিফ বলেছেন, 'উগ্র ইহুদিবাদীরা লেবাননে দখলদার সেনাদের প্রবেশের যত দাবি করেছে তার সব মিথ্যা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে