মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ডেঙ্গুতে মৃতু্য ২০০ ছাড়াল

যাযাদি ডেস্ক
  ১২ অক্টোবর ২০২৪, ০০:০০
ডেঙ্গুতে মৃতু্য ২০০ ছাড়াল
ডেঙ্গুতে মৃতু্য ২০০ ছাড়াল

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃতু্য হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতু্য দাঁড়াল ২০১ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

1

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সারাদেশে ৪৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশালে (সিটির বাইরে) ২৭ জন, চট্টগ্রামে (সিটির বাইরে) ৫৯ জন, ঢাকায় (সিটির বাইরে) ১২২ জন, ঢাকা উত্তর সিটিতে

\হ১২১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০৪ জন, খুলনায় (সিটির বাইরে) ৩৫ জন, ময়মনসিংহে (সিটির বাইরে) ১৬ জন, রংপুরে (সিটির বাইরে) ছয়জন।

চলতি বছরের ১১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৮৯৫ জন। এর মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪৬১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছর মোট ৩৭ হাজার ১৭২ জন ছাড়পত্র পেয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট এক হাজার ৭০৫ জন মারা যান। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে