রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বন্ধুকে বিমানবন্দরে বিদায় দিয়ে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর

গাজীপুর ও কালিয়াকৈর প্রতিনিধি
  ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
বন্ধুকে বিমানবন্দরে বিদায় দিয়ে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর

টাঙ্গাইলের মধুপুর থেকে বন্ধুকে বিমানবন্দরে বিদায় দিয়ে বাড়ি ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে তিনজনের মৃতু্য হয়েছে।

শনিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। রোববার সকালে নাওজোড় হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন টাঙ্গাইলের মধুপুর থানার চাকন্দ বীরের বাড়ি গ্রামের সৈয়দ আলীর ছেলে মুসলিম উদ্দিন (৩০), একই জেলার সখিপুর থানার আন্দি গ্রামের সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৩) ও একই থানার আন্দি গ্রামের

\হসেকেন্দার আলীর ছেলে জুয়েল মিয়া (৩২)।

এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মুসলিম উদ্দিন, নাসির উদ্দিন ও জুয়েল তাদের বন্ধু টাঙ্গাইলের সখিপুর থানার আন্দি এলাকার মামুন হোসেন কুয়েত যাবেন। ওই বন্ধুকে গত শনিবার বিদেশে যাওয়ার উদ্দেশ্যে তাকে বিমানবন্দরে বিদায় দিতে যান তার বন্ধুরা। বন্ধুকে বিমানবন্দরে বিদায় দিয়ে একটি প্রাইভেটকারযোগে তারা গ্রামের বাড়ি ফিরছিলেন। ফেরার পথে রোববার ভোরে প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় ইউটার্ন করছিল। এ সময় ঢাকার উদ্দেশ্যে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোসলেম উদ্দিন নিহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও গুরুতর আহত জুয়েল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। অপরদিকে এ সংঘর্ষের ঘটনায় প্রাইভেটকারের চালক আজিজুল রহমান আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত এক লাশ ও গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকার চালক আজিজুলকে উদ্ধার করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে বন্ধুকে বিমানবন্দরে বিদায় জানিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় অপর বন্ধুদের চিরবিদায়ে তাদের পরিবারে বইছে শোকের মাতম।

এসআই শহিদুল ইসলাম জানান, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়। তবে দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি আটক করা গেলেও ঘাতক চালক ও সহযোগী পালিয়ে গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে