নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃতু্য হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে বড়াইগ্রামের জোনাইল শিমুলতলা এলাকায় কায়েস মোলস্নার বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে বলে জানান বড়াইগ্রাম থানার পরিদর্শক সিরাজুল ইসলাম। নিহত আলিজা খাতুন সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেনের মেয়ে।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, 'রাতে লাগা আগুনে ছয় কক্ষ বিশিষ্ট দালান ঘরটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। টের পেয়ে বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে যায় শিশু আলিজা খাতুন। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।' ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, আগুনে প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বৈদু্যতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।