বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

কক্সবাজারে পর্যটকদের সেবায় নতুন অ্যাপ 'ভ্রমণিকা'

কক্সবাজার প্রতিনিধি
  ০৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
কক্সবাজারে পর্যটকদের সেবায় নতুন অ্যাপ 'ভ্রমণিকা'

প্রকৃতির অপার সৌন্দর্য মরুভূমির বালুকার মত বিস্তৃত সমুদ্র সৈকত, নীল সাগরের ঢেউ, আর সূর্যাস্ত দেখতে প্রতিবছর লাখ লাখ পর্যটক কক্সবাজারে ভ্রমণ করেন। দেশি-বিদেশি পর্যটকদের সুবিধার্থে কক্সবাজার জেলা প্রশাসন ভ্রমনকারীদের নিরাপত্তা ও হয়রানিমুক্ত ভ্রমণ নিশ্চিত করতে এবার চালু করলো অত্যাধুনিক ডিজিটাল সেবা অ্যাপস 'ভ্রমণিকা'। এই অ্যাপটিতে কক্সবাজারের দর্শনীয় স্থান, আবহাওয়ার আপডেট, হোটেল, মোটেল, রিসোর্ট, পরিবহন কাউন্টার, ইভেন্টের তথ্য, জেলা প্রশাসনের পদক্ষেপ, কক্সবাজার সম্পর্কে ধারণা, লকার সার্ভিস, ব্যাংক-এটিএম, ড্যাঞ্জার জোন, ট্যুরিস্ট বাস এবং কিটকট চেয়ারসহ নানা তথ্য রয়েছে।

পর্যটন সংশ্লিষ্টরা জানান, কক্সবাজারের পর্যটন শিল্পকে আধুনিক ও বৈচিত্র্যময় করে গড়ে তুলতে এই নতুন উদ্যোগ। এই অঞ্চলটিতে পর্যটকদের জন্য পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল সেবা, এবং সংস্কৃতি সংরক্ষণ, নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি একটি আধুনিক এবং নিরাপদ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি কক্সবাজারকে দেশের ও আন্তর্জাতিক পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে।

1

জেলা প্রশাসন সূত্র জানায়, কক্সবাজার এর উদ্যোগ ও পরিকল্পনায় পর্যটকদের 'পার্সোনাল ট্রাভেল গাইড' হিসেবে তৈরি হয়েছে ভ্রমণিকা অ্যাপ। পর্যটকদের জন্য প্রয়োজনীয় সকল তথ্য রয়েছে এই 'ভ্রমণিকা' অ্যাপে। কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্টের তথ্য এ অ্যাপে সন্নিবেশিত রয়েছে। একজন পর্যটক কক্সবাজারের যে স্পট বা সৈকতের কাছাকাছি থাকতে চান, সেই অনুযায়ী সহজেই হোটেল, মোটেল, রিসোর্ট খুঁজে নিতে পারবেন। তাছাড়া পর্যটকরা কোন কোন স্পটে কিভাবে যেতে পারেন, কি কি দেখার রয়েছে, তার সব তথ্য পাওয়া যাবে ভ্রমণিকায়। প্রতিটি স্পটের দূরত্ব, গুগল ম্যাপ নির্দেশনা এবং প্রয়োজনীয় সতর্কতা নির্দেশনাও দেওয়া রয়েছে পর্যটকদের জন্য।

কক্সবাজারের পর্যটন শিল্পে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হয়েছ। অ্যাপটি পর্যটকদের সময় ও খরচ সাশ্রয়ী করার পাশাপাশি তাদের ভ্রমণকে আরও উপভোগ্য করবে। কক্সবাজার ভ্রমণে বাস, ট্রেন, জাহাজ ও উড়োজাহাজের তথ্যও রয়েছে অ্যাপে। অ্যাপ থেকে সরাসরি অনলাইন বুকিংয়ের লিঙ্কে প্রবেশ করা যায়। বাসের তথ্যে ক্লিক করলেই অনলাইন বাস টার্মিনালের ওয়েবসাইটে ঢুকে অগ্রীম টিকিটও সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ট্রেনের সময়সূচি ও যাত্রার সময় রয়েছে অ্যাপে।

পর্যটকদের জন্য এখন থেকে কক্সবাজার ভ্রমণ হবে আরও সহজ, নিরাপদ এবং আনন্দদায়ক।মোবাইলে অ্যাপটি ডাউনলোডের পর ভ্রমণ নির্দেশনা ও সতর্কতা দেখা যাবে। দর্শনীয় স্থানে ক্লিক করলেই লাবণী, কলাতলী, ইনানী, হিমছড়ি, সুগন্ধা, সেন্ট মার্টিন, মহেশখালী, সোনাদিয়া দ্বীপসহ কক্সবাজারের প্রায় ৪৫টি দর্শনীয় টুরিষ্ট স্থানের নাম দেখা যাবে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বলেন, 'জেলা প্রশাসন চেয়েছে এমন একটি অ্যাপ সবার হাতে তুলে দিতে যেটি পর্যটকদের জন্য ওয়ান স্টপ সার্ভিস এর দরজা উম্নুক্ত করবে। এতে পর্যটকদের প্রয়োজনীয় সকল তথ্য এতে সন্নিবেশিত হয়েছে। স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের সঙ্গেও সমন্বয় করে এটি পরিচালিত হচ্ছে, ফলে পর্যটন শিল্পের সাথে যুক্ত স্থানীয় কর্মসংস্থানও বাড়বে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, 'জেলা প্রশাসনের পক্ষ হতে ভ্রমনিকা সম্মানিত পর্যটক এবং জেলাবাসীর জন্য নতুন বছরের উপহার হিসেবে তৈরী করেছি। শিগগিরই অ্যাপটির পূর্ণাঙ্গ ভার্সন আসবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে