বিএনপি নেতাকর্মীদের মারধরের শিকার হয়েছেন চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন। তাকে কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলে তারা।
সোমবার দুপুর আড়াইটার দিকে নগরের পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে বিক্ষোভ করছেন। নেজাম উদ্দীন কোতোয়ালী থানায় ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছিলেন তারা।
জানা যায়, নেজাম উদ্দিন বর্তমান কুমিলস্নার সিআইডিতে কর্মরত আছেন। কয়েকদিনের ছুটিতে তিনি চট্টগ্রাম আসেন। সোমবার সকালে তিনি সন্তানকে স্কুল থেকে আনতে গেলে এই ধরনের পরিস্থিতির শিকার হন। ওসি নেজাম সবশেষ চট্টগ্রামে পিবিআইতে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চট্টগ্রামে কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট ও পটিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, স্যারকে আমরা হেফাজতে নিয়েছি। ঘটনা মাত্র ঘটলো। পরে বিস্তারিত জানানো যাবে।